আজ বিজয় হাজারে ট্রফি ২০২৩-এর দ্বিতীয় সেমিফাইনাল রাজস্থানের মুখোমুখি হবে কর্ণাটকে। রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের গ্রাউন্ড সি-তে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের অধিনায়ক ময়ঙ্ক আগরওয়াল এবং রাজস্থানের অধিনায়ক দীপক হুডা। এই ম্যাচের বিজয়ী দল ১৬ ডিসেম্বর ফাইনালে হরিয়ানার মুখোমুখি হবে। বুধবার প্রথম সেমিফাইনালে তামিলনাড়ুকে হারিয়েছে হরিয়ানা। এখনও পর্যন্ত টানা সাত ম্যাচে জয় তুলে নিয়েছে রাজস্থান। সিনিয়র অলরাউন্ডার দীপক হুডার নেতৃত্বে দলটি কোয়ার্টার ফাইনালে ২০০ রানের বিশাল ব্যবধানে কেরালাকে হারিয়ে বাকি তিনটি বিজয়ী শিবিরে তাদের আধিপত্যের সতর্কবার্তা দেয়। তাঁর সামনে ময়ঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন কর্নাটক, যারা শেষ আটের লড়াইয়ে বিদর্ভের চ্যালেঞ্জ উড়িয়ে দিয়েছে। বিদর্ভকে ১৭৩ রানে অলআউট করে কর্নাটককে সাত উইকেটে জয় এনে দেন বিজয়কুমার বৈশাক ও আগরওয়াল। Vijay Hazare Trophy Final: তামিলনাড়ুকে হারিয়ে প্রথমবার বিজয় হাজারে ট্রফির ফাইনালে হরিয়ানা
Interesting that unlike previous seasons,2023/24 Vijay Hazare Trophy Semi Final & Final would start at 01:30 PM IST instead of 09:00 AM.
International match mostly takes place in Day/Night format so this is a good change by BCCI.#VijayHazareTrophy #CricketTwitter pic.twitter.com/YIKC3fO1R7
— Indian Domestic Cricket Forum - IDCF (@IDCForum) December 13, 2023
কর্নাটক স্কোয়াড: রবিকুমার সমর্থ, ময়ঙ্ক আগরওয়াল (অধিনায়ক), নিকিন হোসে, কৃষ্ণন শ্রীজিৎ (উইকেটরক্ষক), মণীশ পাণ্ডে, অভিনব মনোহর, মনোজ ভান্ডারগে, কৃষ্ণপ্পা গৌতম, জগদীশ সুচিত, ভাসুকি কৌশিক, বিজয়কুমার বৈশাখ, শরৎ বি আর, মুরলিধর ভেঙ্কটেশ, শুভাং হেগড়ে।
রাজস্থান স্কোয়াড: অভিজিৎ তোমর, রামমোহন চৌহান, মহিপাল লোমরোর, দীপক হুডা (অধিনায়ক), করণ লাম্বা, কুনাল সিং রাঠোর (উইকেটরক্ষক), কুকনা অজয় সিং, রাহুল চাহার, খলিল আহমেদ, অনিকেত চৌধুরী, আরাফাত খান, সাহিল ধীওয়ান, সলমান খান, যশ কোঠারি, সমরপিট যোশী, মানব সুথার।
কবে, কোথায় আয়োজিত হবে রাজস্থান বনাম কর্ণাটক, দ্বিতীয় সেমিফাইনাল, বিজয় হাজারে ট্রফি ম্যাচ?
১৪ ডিসেম্বর রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Saurashtra Cricket Association Stadium, Rajkot) আয়োজিত হবে রাজস্থান বনাম কর্ণাটক, দ্বিতীয় সেমিফাইনাল, বিজয় হাজারে ট্রফির ম্যাচ।
কখন থেকে শুরু হবে রাজস্থান বনাম কর্ণাটক, দ্বিতীয় সেমিফাইনাল, বিজয় হাজারে ট্রফি ম্যাচ?
রাজস্থান বনাম কর্ণাটক, দ্বিতীয় সেমিফাইনাল, বিজয় হাজারে ট্রফি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন রাজস্থান বনাম কর্ণাটক, দ্বিতীয় সেমিফাইনাল, বিজয় হাজারে ট্রফি ম্যাচ
সরাসরি টিভিতে রাজস্থান বনাম কর্ণাটক, দ্বিতীয় সেমিফাইনাল, বিজয় হাজারে ট্রফি ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন রাজস্থান বনাম কর্ণাটক, দ্বিতীয় সেমিফাইনাল, বিজয় হাজারে ট্রফি ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।