টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021)-এর প্রস্তুতি ম্যাচে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। রবিবার, ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচ দিয়ে টি২০ বিশ্বকাপ অভিযান শুরুর আগে বিরাট কোহলির কাছে সুযোগ দলের কম্বিনেশন ঠিক করার। ইংল্যান্ডের মত দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলে ভারতীয় দলের ক্রিকেটাররা গা ঘামিয়ে নিতে পারবেন।
টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের গ্রুপে আছে পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও দুটি যোগ্যতা নির্ণায়ক দল। অন্যদিকে ইংল্যান্ডের গ্রুপে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও দুটি যোগ্যতা নির্ণায়ক দল। দুটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। আরও পড়ুন: স্কটল্যান্ডের কাছে হারের ধাক্কায় বাংলাদেশে চরম হতাশা, কী বললেন অধিনায়ক মেহমদুল্লা
আসুন দেখে নেওয়া যাক কখন, কোথায় দেখা যাবে ভারত-ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ
কবে, কখন, কোথায় আয়োজিত হবে ভারত-ইংল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ
১৮ অক্টোবর, সোমবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচ।
কোন টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে এই ম্যাচ
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখানো হবে এই খেলা। স্টার স্পোর্টস ১-এ ইংরেজি কমেন্ট্রিতে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দেখা যাবে ম্যাচ।
অনলাইনে কীভাবে দেখা যাবে ম্যাচ
ডিজনি+হটস্টার অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে ম্যাচ।