বার্মিংহ্যাম, ২ জুলাই: ইংল্যান্ডের কাছে হারের ধাক্কায় জোড়া বদল ভারতের। মঙ্গলবার এজবাস্টনে বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলে দুটি পরিবর্তন হল। ইংল্যান্ড ম্যাচে খারাপ ব্য়াটিং করা কেদার যাদবের বদলে দলে এলেন দীনেশ কার্তিক। আর তিন স্পেশালিস্ট পেসার খেলাতে বাদ পড়তে হল স্পিনার কুলদীপ যাদবকে। জশপ্রীত বুমরা-মহম্মদ শামির সঙ্গে পেস অ্যাটাকে আজ থাকছেন ভুবনেশ্বর কুমারও।
অন্যদিকে, মরণবাঁচন এই ম্যাচে মাহমুদউল্লাহকে পাচ্ছে না বাংলাদেশ। তাঁর জায়গায় খেলছেন সাব্বির রহমান। অন্যদিকে, মেহেদী হাসান মিরাজের জায়গায় খেলছেন পেসার রুবেল হোসেন। ভারতের মত বাংলাদেশও চার পেসার নিয়ে মাঠে নামছে। আরও পড়ুন- ২০১৫ বিশ্বকাপের সেই বহু বিতর্কিত ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনালের এই পাঁচটা কথা মনে আছে!
টসে জিতে ভারত প্রথমে ব্য়াট করছে। পিচ পেস সহায়ক হওয়ায় দু দলেই স্পিনারদের বাদ দিল। তবে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৮৮ রান দেওয়া যুজবেন্দ্র চাহালকে বাদ না দিয়ে কেন কুলদীপকে বাদ দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। কেদারকে বাদ দিয়ে রবীন্দ্র জাদেজাকে দলে নিলেও দুই স্পিনারেই নামতে পারত ভারত। কিন্তু দীনেশ কার্তিককে দলে নিয়ে ব্যাটিংয়ের দিকটাই জোর দিলেন বিরাট।
India will be batting first at Edgbaston!
There are two changes for both sides as Dinesh Karthik and Bhuvneshwar Kumar come in for India while Shabbir Rahman and Rubel Hossain are brought into the Bangladesh side.
Follow @cricketworldcup for regular updates!#BANvIND | #CWC19 pic.twitter.com/G5BL7H2ie2
— ICC (@ICC) July 2, 2019
আজ ভারতীয় দলে তিনজন স্পেশালিস্ট উইকেটকিপার খেলছেন, আবার লোকেশ রাহুলও কিপিং করতে পারেন। চার নম্বরে ঋষভ পন্থ, এমএস ধোনি নাকি দীনেশ কার্তিক কে নামেন সেটাই দেখার।
২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। আজ হারলে সেই ভারতের কাছে হেরেই অভিযান শেষ হবে বাংলাদেশের। ২০০৭ বিশ্বকাপে আবার বাংলাদেশের কাছে হেরে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে খেলা ভারত গ্রুপ লিগ থেকেই বিদায় নিয়েছিল।