উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি। ওজন ১৪৩ কেজি। এনাইকেই মনে করা হয় দুূনিয়ার সবচেয়ে ভারী ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের 'বিগ ফিগার' সেই রাখেম কর্নওয়াল অবশেষে জাতীয় দলে সুযোগ পেলেন। ২২ অগাস্ট থেকে শুরু হতে চলা বিরাট কোহলিদের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ক্যারিবিয়ান স্কোয়াডে রাখা হল ১৪৩ কেজি ওজনের সুবিশাল দৈতকায় স্পিনার- অলরাউন্ডার রাখেম শেন কর্নওয়ালকে।
কর্নওয়াল বেশ কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে চমকপ্রদ পারফরম্যান্স করে জাতীয় দলে ঢোকার লড়াইয়ে ছিলেন। ৬০ ইঞ্চির ছাতি, ৫০ ইঞ্চির কোমর, ২২ ইঞ্চির বাইশেপ থাকা কর্নওয়েলকে নিয়ে মিডিয়ায় একটা মাতামাতি ছিল। আরও পড়ুন-ধোনি কিনলেন ৯০ লক্ষ টাকা দামের গাড়ি
এত ভারী ওজন নিয়ে কী আন্তর্জাতিক ক্রিকেট খেলা যায়! যতই হোক বাইশ গজের খেলা এখন আগের চেয়ে অনেক বেশি ফিট ক্রিকেটারদের জায়গা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অ্যান্টিগার ২৬ বছরের দৈত্যকায় অলরাউন্ডার কর্নওয়াল নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে অবশেষে জাতীয় দলে ঢুকলেন। তাও আবার একেবারে টেস্ট ক্রিকেটে খেলবেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে তাঁর রেকর্ড বেশ উজ্জ্বল। ২০১৪ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেকের পর, গত বছর ঘরোয়া ক্রিকেটে সর্বাধিক উইকেটশিকার হন কর্নওয়াল। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫৫টি ম্য়াচ খেলে একটি সেঞ্চুরি সহ দু হাজারের মত রান করেছেন। আর তাঁর অফ স্পিন জাদুতে ঝুলিতে আছে ২৬০টি উইকেট। সম্প্রতি ভারতীয় এ দলের বিরুদ্ধে বেশ ভাল করেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়র লিগেও ভাল খেলেছিলেন তিনি। তাঁর চেহারার জন্য তিনি বারবার খবরে এসেছেন।
এদিকে, ২২ অগাস্ট থেকে নর্থ সাউন্ডে ভারতের বিরুদ্ধে শুরু হতে চলা দু ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ দিনের স্কোয়াডে জায়গা হল না ক্রিস গেইলের। গেইল এই সিরিজে খেলে টেস্ট থেকে অবসর নিতে চেয়েছিলেন। পাঁচ বছর আগে শেষবার টেস্ট খেলার পর, শেষবারের জন্য পাঁচদিনের ক্রিকেট খেলতে চাওয়ার গেইলেদর আব্দারটা পূরণ করলেন না ক্যারিবিয়ান নির্বাচকরা। টেস্টে ৩৩৩ রানের অনবদ্য এক ইনিংসের মালিক গেইল ১০৩টি ম্যাচ খেলেছেন। তাতে ৭ হাজারের বেশ রানও করেছেন।
টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল-
জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেগ ব্রেথওয়েট, সাই হোপ, ডারেন ব্রাভো, শামরাহ ব্রুকস, জন ক্যাম্পবেল, রস্টন চেজ, রাখেম কর্নওয়াল, শেন ডাওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার,কিমো পাল, কেমার রোচ