Memorable Win at Oval. (Photo Credits:X@BCCI)

India Test Squad vs West Indies: ইংল্যান্ডে দুরন্ত কায়দায় ২-২ টেস্ট সিরিজ ড্র করে ফেরার পর, এবার দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামছে টিম ইন্ডিয়া। আগামী 2 অক্টোবর থেকে আমেদাবাদে শুরু হতে চলা ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবেন শুভমন গিল-রা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজে দুর্বল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২-০ জয়ের লক্ষ্যে ঝাঁপাবে গিল-গম্ভীর ব্রিগেড। তবে সিরিজের ফলের চেয়েও সবার নজরে ভারতের টেস্ট স্কোয়াড কেমন হয় তার দিকে। ইংল্যান্ড সফরে দুরন্ত পারফরম্যান্সের পর টিম ইন্ডিয়ায় কয়েকটি বদল হতে পারে। তার মধ্যে উল্লেখ্যযোগ্য করুণ নায়ার। ৭ বছর পর জাতীয় দলে কামব্যাক করে ইংল্যান্ডে কয়েকটি ইনিংস বিক্ষিপ্তভাবে ভাল খেললেও সামগ্রিকভাবে নজর কাড়তে পারেননি করুণ নায়ার। নায়ার এবার বাদ পড়ছেন। তবে ইংল্যান্ডে তেমন কিছু করতে না পারলেও দলে থেকে যাচ্ছেন সাই সুদর্শন। চোটের কারণে ঋষভ পন্থ স্কোয়াডে থাকছেন না। পন্থের পরিবর্তে উইকেটকিপার-ব্য়াটার হিসাবে দুটি টেস্টে খেলবেন ধ্রুব জুরেল।

৩জন স্পেশালিস্ট পেসার, ১ পেসার-অলরাউন্ডার, ৩ স্পিনার অলরাউন্ডার, ১ স্পেশালিস্ট স্পিনার, ২ উইকেটকিপারে স্কোয়াড সাজাতে চলেছে টিম ইন্ডিয়া

রিজার্ভ উইকেটকিপার হিসাবে রাখা হচ্ছে এন জগদীশন-কে। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার, সরফরাজ খানদের নিয়েও আলোচনা হলেও তাদের থাকার সম্ভাবনা কম। শ্রেয়স, সরফরাজদের ছাপিয়ে দেবদূত পাদিক্কালকে প্রথমবার টেস্ট দলে সুযোগ দেওয়া হতে পারে। এশিয়া কাপে খেললেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে বুমরার খেলা নিয়ে সংশয় রয়েছে। খুব সম্ভবত, বুমরাকে দুটি টেস্টের মধ্যে একটিতে দলে রাখা হবে। অস্ট্রেলিয়া সিরিজের আগে বুমরাকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডে দারুণ বল করলেও আকাশদীপের দলে থাকা নিয়ে সংশয় রয়েছে।

আকাশদীপ অনিশ্চিত, ফিরতে পারেন নীতীশ রেড্ডি

ইংল্যান্ড সিরিজের মাঝপথে চোট পেয়ে ছিটকে যাওয়া অলরাউন্ডার-পেসার নীতীশ রেড্ডি ফিট হয়েছে। নীতীশ, আকাশদীপ, আর্শদীপ সিংয়ের মধ্য়ে থেকে একজনকে দলে নেওয়া হতে পারে। ইংল্যান্ড সফরের মতই দেশের মাটিতে ওপেনার হিসাবে থাকবেন যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল। তিনে খেলার কথা সাই সুদর্শনের। মিডল অর্ডারে শুভমন গিল, ধ্রুব জুরেল। তিনজন স্পিনার-অলরাউন্ডার হিসাবে স্কোয়াডে থাকতে চলেছেন রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল। স্পেশালিস্ট স্পিনার হিসাবে থাকছেন কুলদীপ যাদব। স্পেশালিস্ট পেসার হিসাবে বুমরা, মহম্মদ সিরাজের সঙ্গে প্রসিধ কৃষ্ণার স্কোয়াডে থাকা নিশ্চিত। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের পরই নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্টের সিরিজে (১৪ নভেম্বর থেকে-কলকাতা, ২২ নভেম্বর থেকে-গুয়াহাটি) খেলবে টিম ইন্ডিয়া।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সম্ভাব্য টেস্ট স্কোয়াড:

শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা (১টি টেস্টে), মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, দেবদূত পাদিক্কাল, এন জগদীশন (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি/আকাশদীপ/আর্শদীপ সিং।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজের সূচি

প্রথম টেস্ট- ২ অক্টোবর থেকে শুরু, আমেদাবাদ।

দ্বিতীয় টেস্ট- ১০ অক্টোবর থেকে শুরু, দিল্লি।