Photo Credit_Twitter

India Women's World Cup 2025 Squad: আগামী ৩০ সেপ্টেম্বর থেকে দেশের মাটিতে শুরু চলা মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষিত হল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে এবার আট দলের বিশ্বকাপে নামবে ভারতের মহিলা দল। ১৩তম মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক নির্বাচিত করা হয়েছে তারকা ওপেনার স্মৃতি মন্ধনাকে। দলে জায়গা পাননি তারকা ওপেনার শেফালি ভর্মা। হরিয়ানার ২১ বছরের মেয়ে শেফালি গত মাসে ইংল্যান্ডে টি-২০ সিরিজের শেষ ম্যাচে রানের ৪১ বলে ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। কিন্তু এরপরেও তিনি বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন। শেফালির পরিবর্তে ওপেনার হিসাবে নেওয়া হয়েছে দিল্লির ২৪ বছরের প্রতীকা রাওয়াল-কে।

কেন শেফালিকে বাদ দিয়ে দলে প্রতীকা

যে প্রতীকা এখনও দেশের হয়ে একটাও টি-২০ ম্য়াচ খেলেলনি। কিন্তু ওয়ান়ে ক্রিকেটে তাঁর প্রথম সেঞ্চুরিটা করার সময় ১৫৪ রানের স্মরণীয় ইনিংস খেলেছিলেন। তবে দেশের হয়ে ১৪টি ওয়ানডে খেলা প্রতিকাকে কোন যুক্তিতে ৯০টি আন্তর্জাতিক টি-২০ খেলা শেফালির আগে রাখা হল সেটা এখনও স্পষ্ট নয়। শেফালির ফিটনেস সংক্রান্ত কোনও সমস্যা নেই বলে শোনা যাচ্ছে। বাংলার রিচা ঘোষ দলের প্রথম পছন্দের উইকেটকিপার হিসাবেই বিশ্বকাপ দলে আছেন। রিজার্ভ উইকেটকিপার হিসাবে রাখা হয়েছে যস্তিকা ভাটিয়া-কে। মিডল অর্ডারে আছেন হরলিন দেওয়ল, জেমিমা রডরিগড, হরমনপ্রীত কৌর। স্পিনার-অলরাউন্ডার হিসাবে খেলবেন দীপ্তি শর্মা। স্পেশালিস্ট স্পিনার হিসাবে আছেন স্নেহ রানা ও অনুর্ধ্ব ১৯ দল থেকে উঠে আসে শ্রী চরণি। জায়গা পেলেন না আরসিবি-র স্পিনার শ্রেয়াঙ্কা পাটিল ও আশা শোবানা। স্পেশালিস্ট পেসার হিসাবে আছেন রেণুকা সিং, অরুন্ধতী রেড্ডি ও ক্রান্তি গৌড়।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে শুরুতে রাউন্ড রবীন লিগ ভিত্তিতে খেলা হবে। মানে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। আগামী ৫ অক্টোবর লিগ পর্বে ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচটি হবে শ্রীলঙ্কার কলম্বোয়। ভারতীয় মহিলা দল রাউন্ড রবীন লিগে তাদের ম্যাচগুলি খেলবে বেঙ্গালুরু (২টি), বিশাখাপত্তনাম (২টি), ইন্দোর, গুয়াহাটি ও কলম্বোতে। রাউন্ড রবীন লিগের পয়েন্ট তালিকায় প্রথম চারটি স্থানে থাকা দল সেমিফাইনালে উঠবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের পাশাপশি দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডও ভারতীয় মহিলা দলকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। প্রসঙ্গত, কখনই মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেনি। এখনও পর্যন্ত ১২ বার মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ হয়েছে, যার মধ্যে অস্ট্রেলিয়া কাপ জিতেছে ৭ বার, ইংল্যান্ড ৪ বার ও নিউ জিল্যান্ড ১ বার। মহিলাদের গত ওয়ানডে বিশ্বকাপে নিউ জিল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়ার মহিলা দল। গতবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিলেন হরমনপ্রীত কৌররা।

মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল-

হরমনপ্রীত কৌর (অধিনায়িকা), স্মৃতি মন্ধনা (সহ অধিনায়ক), প্রতীকা রাওয়াল, হরলীন দেওল, জেমিমা রডরিগেজ, দীপ্তি শর্মা, রেনুকা সিং, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ (উইটেকিপার), ক্রান্তি গৌড়, আমনজোত কৌর, রাধা যাদব, শ্রী চরণি, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), স্নেহ রানা।

ভারতের মহিলাদের বিশ্বকাপ ২০২৫-র ক্রীড়াসূচি

৩০ সেপ্টেম্বর- শ্রীলঙ্কার বিরুদ্ধে (বেঙ্গালুরু)

৫ অক্টোবর- পাকিস্তানের বিরুদ্ধে (শ্রীলঙ্কা, কলম্বো)

৯ অক্টোবর- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (বিশাখাপত্তনাম)

১২ অক্টোবর- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (বিশাখাপত্তনাম)

১৯ অক্টোবর- ইংল্যান্ডের বিরুদ্ধে (ইন্দোর)

২৩ অক্টোবর- নিউ জিল্যান্ডের বিরুদ্ধে (গুয়াহাটি)

২৬ অক্টোবর- বাংলাদেশের বিরুদ্ধে (বেঙ্গালুরু)