ইকুস্ট্রিয়ানে ঐতিহাসিক সোনা জয়ের পর চলতি হাংঝৌ এশিয়ান গেমসের ভারতের তিনটি সোনা জেতা হয়ে গেল। পুরুষদের দলগত ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিং, মহিলাদের টি-২০ ক্রিকেটের পর ইকুস্ট্রিয়ানের ড্রেসেজের দলগত বিভাগে সোনা জিতল ভারত। পাশাপাশি ভারত এদিন জুডোয় ব্রোঞ্জ আসে। সেলিংয়ে দুটি পদক জেতে টিম ইন্ডিয়া। তবে এই দুটি পদক আগামিকাল, ফাইনালের পর সরকারীভাবে দেওয়া হবে।
সব মিলিয়ে সরকারী হিসেবে চলতি এশিয়াডে তৃতীয় দিনের শেষে ভারত ৩টি সোনা, ৩টি রুপো ও ৬টি ব্রোঞ্জ জিতল ভারত। ৩টি সোনা সহ ১২টি পদক পেয়ে ভারত পদক তালিকায় ছয় নম্বরে থাকল।
দেখুন এশিয়াডে তৃতীয় দিনের শেষে পদক তালিকা
India finish 6th on Day 3 of the Asian Games! 💙
The two Sailing medals will be added after the finals. 🇮🇳#AsianGames2022 #AsianGames pic.twitter.com/RiqfrGEvD3
— Sportskeeda (@Sportskeeda) September 26, 2023
সেখানে ৫৩টি সোনা সহ ৯৫টি পদক জিতে আয়োজক দেশ চিন শীর্ষে আছে। ১৪টি সোনা জিতে দক্ষিণ কোরিয়া দ্বিতীয় ও ৮টি সোনা জিতে জাপান তৃতীয় স্থানে আছে। ভারতের আগে চার ও পাঁচে আছে যথাক্রমে উজবেকিস্তান (৫টি সোনা সহ ২২টি পদক) ও হংকং (৫টি সোনা সহ ১৯টি পদক)।