Asian Champions Trophy Hockey 2024: হকিতে মহারণ জয় ভারতের। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানকে ২-১ গোলে হারল ভারত। এক গোলে পিছিয়ে থেকেও অধিনায়ক হরমনপ্রীত সিং-য়ের জোড়া গোলে দুরন্ত জয় পেল ভারত। চলতি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দেশদের হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে উঠল হরমনপ্রীত সিং-য়ের দল। সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ মালয়েশিয়া অথবা আয়োজক দেশ চিন। ফাইনালে ফের ভারত-পাকিস্তান দ্বৈরথ হওয়ার সম্ভাবনা থাকছে। শেষ চারে পাকিস্তানের সম্ভাব্য প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।
ম্যাচের ১০ মিনিটের মধ্যে আহমেদ নাদিমের গোলে এগিয়ে যায় পাকিস্তান। ১৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক হরমনপ্রীত সিং-য়ের গোলে সমতায় ফেরে টানা দুটো অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ীরা। খেলায় সমতায় ফেরার ৬ মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে ফের গোল করে ভারতকে এগিয়ে দেন হরমনপ্রীত।
পাকিস্তানকে ২-১ গোলে হারল ভারত
News Flash: India BEAT Pakistan 2-1 in their final group stage clash of Hockey Asian Champions Trophy in China.
Skipper Harmanpreet scored both the goals via PC. #HACT2024 pic.twitter.com/7vHFURXlif
— India_AllSports (@India_AllSports) September 14, 2024
এরপর খেলায় সমতায় ফেরার অনেক চেষ্টা করেও সফল হয়নি পাকিস্তান। খেলার ১০ মিনিট আগে পাকিস্তানের আশরাফ রানা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ভারতের পিছনে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে উঠল পাকিস্তান।
চলতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির রাউন্ড রবীন লিগে পাঁচটা খেলে পাঁচটাতেই জেতার পাশাপাশি হরমনপ্রীতরা মোট ২১টা গোল করল।
চলতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি লিগ পর্যায়ে ভারতের ফল--
চিন: ৩-০
জাপান: ৫-১
মালয়েশিয়া: ৮-১
দক্ষিণ কোরিয়া: ৩-১
পাকিস্তান: ২-১