PR Sreejesh. (Photo Credits: X)

টোকিও-র পর প্যারিস। পুরুষদের হকিতে টানা দুটি অলিম্পিকের সেমিফাইনালে উঠল ভারত। ২০১৬ অলিম্পিকেও ৪০ বছরে একবারও সেমিতে উঠতে পারেনি ভারতীয় হকি দল। সেখানে চার বছরের ব্যবধানে দু'বার শেষ চারে খেলবে ভারতীয় পুরুষ হকি দল। রবিবার গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে শ্যুট আউটে (পেনাল্টি বা টাইব্রেকারে) ৪-৩ জিতে পুরুষদের হকির সেমিফাইনালে উঠল ভারত (Indian Hockey Team) কোয়ার্টার ফাইনালে ব্রিটিশ বধে মহানায়ক ভারতের তারকা গোলকিপার পি আর শ্রীজেশ (PR Sreejesh)। নির্ধারিত সময়ে ১-১ শেষ হওয়ার পর শ্যুট আউট বা পেনাল্টিতে বিপক্ষের শট বাঁচিয়ে শ্রীজেশ-ই টোকিও-র পর প্যারিস অলিম্পিকে দেশকে সেমিফাইনালে তুললেন। এবার আইফেল টাওয়ারের দেশের অলিম্পিকে পদক জিততে হলে ভারতকে আর একটা ম্যাচ জিততে হবে। মঙ্গলবার সেমিফাইনালে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ জার্মানি অথবা আর্জেন্টিনা। যাদের বিরুদ্ধে ভারতের রেকর্ড ভাল। ভারতের রোহিদাস বিতর্কিত সিদ্ধান্তে লাল কার্ড দেখার পর, ম্যাচের ৪২ মিনিট ১০ জনে খেলেও সেমিফাইনালে উঠল ভারত।

টোকিও-তে ৪৪ বছর পর হকি থেকে পদক জিতেছিল ভারত। এবার হরমনপ্রীত-শ্রীজেশ-দের টানা দুটো অলিম্পিক থেকে পদক জেতার সুযোগ। গতবারও গ্রেট ব্রিটেনকে হারিয়েই সেমিফাইনালে উঠেছিল ভারতীয় পুরুষ হকি দল। তবে সেবার নির্ধারিত সময়ে ২-১ গোলে জয় এসেছিল।

ভারতের হয়ে পেনাল্টি শ্য়ুট আউটে গোল করেন হরমনপ্রীত সিং, সুখজিত,ও ললিত উপাধ্যায়। মিস করেন গ্রেট ব্রিটেনের কোনোর উইলিয়ামসন। শ্রীজেশের স্ট্র্য়াটেজি, টেকনিকের কাছে হার মানেন ব্রিটেনের উইলিয়ামসন। উইনিং গোলটি করেন ললিত।

দেখুন ছবিতে

এদিন অমিত রোহিদাস লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ভারতীয় দল ১০ জনে হয়ে যায়। আধুনিক হকিতে একজন কম নিয়ে খেলা খুবই কঠিন হয়ে পড়ে। কিন্তু ভারতীয় ডিফেন্স আর গোলকিপার শ্রীজেশ একাই ব্রিটেনের সামনে বাঁধ হয়ে দাঁড়িয়ে পড়েন। ব্রিটিশদের সব জারিজুরি শ্রীজেশের সামনেই আটকে যাচ্ছিল।

দেখুন ছবিতে

এদিন ম্যাচের ২২ মিনিটে হরমনপ্রীত সিং-য়ের পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে যায় ভারত। কিন্তু পাঁচ মিনিট বাদেই ব্রিটিশদের সমতায় ফেরান লি মর্টন। দ্বিতীয়ার্ধের পুরো ৩০ মিনিট ভারত ১০ জনে খেলেও শক্তিশালী ব্রিটিশদের বিরুদ্ধে দারুণ লড়াই করে।

চলতি প্যারিস অলিম্পিকে ভারতীয় হকি দল অবিশ্বাস্য খেলছে। পুলের ম্যাচে নিউ জিল্যান্ড, আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়ের পাশাপাশি অলিম্পিকে অ্যাস্ট্রো টার্ফে এই প্রথম অস্ট্রেলিয়াকে হারায় ভারত। এরপর ১০ দনে খেলে সেমিফাইনাল। রূপকথা লিখছেন হরমনপ্রীতরা। রূপকথা লেখা হচ্ছে হরমনপ্রীতের স্টিকে আর শ্রীজেশের সেভে।