ক দিন পরেই দেশের মাটিতে বিশ্বকাপে খেলতে নামার আগে অপ্রতিরোধ্য ফর্মে ভারতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে ফাইনালে মাত্র ৫০ রানে অল আউট করা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর, রোহিত শর্মা-বিরাট কোহলিদের ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনায়াসে ওয়ানডে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। মোহালির থেকেও ইন্দোরের জয় অনেকটা সহজ হল কেএল রাহুলের দলের। এক ম্য়াচ বাকি থাকতেই অজিদের বিরুদ্ধে লোকেশ রাহুলের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল ভারত। এবার বুধবার রাজকোটে সিরিজের শেষ নিয়মরক্ষার ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া সহ পূর্ণশক্তিতে নামবে ভারত। বিশ্বকাপের আগে সেটাই হবে টিম ইন্ডিয়ার শেষ অফিসিয়াল ম্যাচ। প্রসঙ্গত, আসন্ন বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া রাউন্ড রবীন লিগের ম্যাচ ৮ অক্টোবর, চেন্নাইয়ের চিপকে।
ইন্দোরে একপেশে ম্যাচে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ৫০ ওভারে রেকর্ড ৩৯৯ রান তোলার পর, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত জিতল ৯৯ রানে। ডিএল পদ্ধতিতে অস্ট্রেলিয়ার সামনে সংশোধিত টার্গেট ছিল ৩৩ ওভারে ৩১৬ রান। সেখানে ২৮.২ ওভারে ২১৭ রানে অল আউট হয়ে গেল স্টিভ স্মিথের নেতৃত্বে খেলা অজিরা। ভারতের দুই সেঞ্চুরি, দুই ঝড়ো হাফ সেঞ্চুরির সামনে নেহাতই ক্লাব স্তরের দেখালো স্মিথ, গ্রিনদের ব্য়াটিং। ইন্দোরের মাঠে ভয়ঙ্কর দেখালো অশ্বিন-জাদেজা জুটিকে। অশ্বিন ৪১ রানে ৩টি, জাদেজা ৪২ রানে তিনটি উইকেট নিলেন। আরও পড়ুন-গিল-শ্রেয়সের সেঞ্চুরি, সূর্য ঝড়ে অজিদের বিরুদ্ধে রেকর্ড ৩৯৯ রান ভারতের
দেখুন টিম ইন্ডিয়ার সিরিজ জয়ের মুহূর্ত
India's series winning moment against Australia....!!!
- Captain KL Rahul 🔥pic.twitter.com/h83LkVBgM5
— Johns. (@CricCrazyJohns) September 24, 2023
বুমরাকে বিশ্রাম দেওয়ায় প্রসিধ কৃষ্ণাকে খেলানো হলে তিনি ম্যাথু শর্ট ও স্টিভ স্মিথের উইকেট নেন। অজিদের হতশ্রী ব্যাটিংয়ের মাঝে ভাল খেলেন ডেভিড ওয়ার্নার (৩৯ বলে ৫৩)। শেষবেলায় ৩৬ বলে ৫৪ রানের নজরকাড়া ইনিংস খেলেন আটে নামা সিন অ্যাবট। দক্ষিণ আফ্রিকায় তিনটের পর ভারতে দুটো। টানা পাঁচটা ওয়ানডে-তে হেরে বিশ্বকাপের আগে অজিদের ছন্নছাড়া দেখাচ্ছে।