ইন্দোরে ইতিহাস। ৫০ ওভারের ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ রানের ইনিংস গড়ল ভারতীয় দল। রবিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অজিদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে করল ৩৯৯ রান। হ্যাঁ, ৪০০ রান থেকে আফশোসের একটা রান কম। এর আগে ওয়ানডে-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ রান ছিল ৩৮৪। ইন্দোরের ছোট মাঠ, অজি বোলারদের খারাপ পারফরম্য়ান্সের সুযোগটা দু হাতে তুলে নিলেন শুবমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব সহ ভারতীয় ব্যাটাররা।
৯০ বলে ১০৫ রান করে আউট হন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার, আর বছর তার সপ্তম সেঞ্চুরি হাঁকানো শুবমন গিল আউট হন ৯৭ বলে ১০৪ রানের ইনিংস খেলে। দ্বিতীয় উইকেটে গিল-আইয়ার ১৬৩ বলে ঠিক ২০০ রান যোগ করেন।
সূর্যকুমার যাদব ৩৭ বলে অপরাজিত ৭২ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন। অধিনায়ক কেএল রাহুল ৩৮ বলে ৫২ রান করলেন। পাঁচে নেমে ইশান কিষাণও ১৮ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেললেন। ভারতের ইনিংসে হল মোট ১৮টা ওভার বাউন্ডারি আর ৩১টা বাউন্ডারি।
দেখুন ইন্দোরের স্কোরবোর্ড
🇮🇳: 399-5(50)
A century for Shubman Gill ✅
A century for Shreyas Iyer ✅
A quickfire fifty for KL Rahul ✅
A quickfire fifty for Suryakumar Yadav ✅
India have posted their highest total against Australia in ODI cricket 🔥#ShreyasIyer #SuryakumarYadav #ShubmanGill #INDvsAUS pic.twitter.com/TEOPT1seeU
— Wisden India (@WisdenIndia) September 24, 2023
দেখুন এক ওভারে সূর্যকুমার যাদবের ৪টি ওভার বাউন্ডারির ভিডিয়ো
Ab Chokervilliers “ Tired” and kicked out of South African team at the age of 33
Surya Kumar yadav at the age of 33
Levels to this game #SuryakumarYadav pic.twitter.com/OjyDq3FXWa
— Vishwas (@LeftWingFord) September 24, 2023
প্য়াট কামিন্স বিশ্রাম নেওয়ায় স্টিভ স্মিথের নেতৃত্বে এদিনে নেমেছিল অস্ট্রেলিয়া। কামিন্সহীন অজি বোলিং একেবারে শৃঙ্খলাহীন দেখালো। অজি পেসার অলরাউন্ডার ক্য়ামেরন গ্রিন ১০ ওভারে দিলেন ১০৩ রান। ওয়ানডে-তে ভারতের বিরুদ্ধে এটাই কোনও অজি বোলারের সবচেয়ে বেশী রান দেওয়া স্পেল। মুম্বই ইন্ডিয়ন্সের সহ খেলোয়াড় গ্রিনের একটা ওভারে ৬টা ওভার বাউন্ডারি হাঁকান সূর্যকুমার। মাত্র ২৪ বলে হাফ সেঞ্চুরি করে নয়া নজির গড়লেন সূর্য।