রাজকোট: জ্বলে উঠেছিল সূর্যকুমার যাদব। মাত্র ৪৫ বলে ১০০ করার পরেই বোঝা গেছিল শ্রীলঙ্কার (Sri Lanka) সঙ্গে তিনদিনের টি-২০ সিরিজে (third T-20I  series) ২-১-এ ভারতের (India) জয় ছিল শুধু সময়ের অপেক্ষা। আর তাই হল দেশের মাঠ গুজরাটের (Gujarat) রাজকোটে (Rajkote) শ্রীলঙ্কাকে ৯১ রানে হারিয়ে ২-১-এ সিরিজ জিতে নিল ভারত।

শনিবার গুজরাটের রাজকোটে শ্রীলঙ্কার (Sri Lanka) সঙ্গে তৃতীয় একদিনের ম্যাচে ভারতের (India) হয়ে খেলতে গিয়ে করে ফেললেন ৪৫ বলে ১০০। ৫০ রান টাকে পরিণত করলেন ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্বিতীয় দ্রুতগামী টি ২০ সেঞ্চুরিতে (Second Fastest T20I Century)। আর তাঁর তৃতীয় টি ২০ সেঞ্চুরিটা তৈরি হয়েছিল ৮টা সিক্স ও ৬টা বাউন্ডারির উপরে ভর করে।