Ind vs Eng 3rd ODI: পন্থের অবিশ্বাস্য সেঞ্চুরি, ব্যাটে বলে অনবদ্য হার্দিকে ওয়ানডে সিরিজেও জয় ভারতের
Rishabh Pant, Hardik Pandya. (Photo Credits: Twitter)

ম্যানচেস্টার,১৭ জুলাই: ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডকে তৃতীয় ওয়ানডে-তে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ভারত (Team India)। ইংল্যান্ডে টেস্ট সিরিজ ২-২ ড্র হওয়ার পর, টি টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ২-১ জিতল টিম ইন্ডিয়া। খাদের কিনার থেকে দলকে টেনে তুলে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলে ম্যাচের নায়ক ঋষভ পন্থ (Rishabh Pant )। এজবাস্টন টেস্টে সেঞ্চুরি করেও টেস্টে দলকে জেতাতে পারেননি পন্থ। ওল্ড ট্রাফোর্ডে সেটাই করে দেখালেন পন্থ।  ওয়ানডে-তে আজই তাঁর প্রথম সেঞ্চুরিটা করলেন দিল্লির এই তারকা উইকেটকিপার-ব্য়াটার। পাশপাশি ব্যাটে-বলে সুপারম্যান হয়ে উঠে টিম ইন্ডিয়াকে সিরিজ জেতালেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ইংল্যান্ড সফরে নায়ক হলেন এবারের আইপিএল জয়ী অধিনায়ক হার্দিক। ওয়ানডে-তে সিরিজ সেরা হলেন ব্যাটে-বলে অনবদ্য হার্দিক।

সিরিজ জয়ের জন্য ২৬০ রান তাড়া করতে নেমে মাত্র ৭২ রানে চার উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে গিয়েছিল ভারত। রোহিত শর্মা (১৭), শিখর ধাওয়ান (১), বিরাট কোহলি (১৭)-কে ইনিংসের প্রথম ৪৯ বলের মধ্যেই আউট করেন ইংল্যান্ডের পেসার রেসি টোপলে। এরপর সূর্যকুমার যাদব (১৬)-কে আউট করেন ওভারটন। কিন্তু এরপর পঞ্চম উইকেটে ঋষভ পন্থ-হার্দিক পান্ডিয়া ১৩৩ রান যোগ করে দলকে জয়ের দোরগড়ায় পৌঁছে দেন। দলের জয় থেকে ৫৫ রান দূরে আউট হয়ে যান হার্দিক (৫৫ বলে ৭১)। আরও পড়ুন-১১ নম্বরে নামা ব্যাটারকে নিয়ে গল টেস্টে অবিশ্বাস্য সেঞ্চুরি বাবর আজমের

দেখুন টুইট

এরপর রবীন্দ্র জাদেজাকে (৭ রান অপরাজিত) নিয়ে ৪৭ বল বাকি থাকতে দলকে জিতিয়ে আনেন পন্থ (১১৩ বলে ১২৫ অপরাজিত)। এর আগে বল হাতে ২৪ রানে ৪ উইকেট নেন হার্দিক। ৬০ রান দিয়ে ৩টি উইকেট নেন চাহাল। ইংল্যান্ড ইনিংসে জোড়া ধাক্কাটা শুরুতে দিয়েছিলেন বুমরার পরিবর্তে খেলা মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করে জোস বাটলার (৬০ রান)।