দুবাই, ৬ সেপ্টেম্বর; পাকিস্তান ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে আজ, মঙ্গলবার এশিয়া কাপে সুপার ফোরে তাদের দ্বিতীয় ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। সুপার ফোরের প্রথম ম্যাচে হারায় চলতি এশিয়া কাপ ভারতের কাছে নক আউট হয়ে গিয়েছে। রোহিত শর্মা-র দল তিনটি ম্যাচে জিতলে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবে। হিসেবটা এমনই।
তবে শ্রীলঙ্কাকে যদি পাকিস্তানে শুক্রবার হারিয়ে দেয়, তাহলে কিন্তু নেট রানরেটের প্রশ্ন এসে যাবে। আর তাই ভারতকে আজ জয়ের পাশাপাশি নেট রানরেটের বিষয়টাও এসে পড়ছে। আরও পড়ুন-আইপিএল থেকে অবসর নিলেন ক্রিকেটার সুরেশ রায়না
টিম ইন্ডিয়ার প্রথম একাদশে আজ একটা পরিবর্তন হতে পারে। ঋষভ পন্থের জায়গায় খেলতে পারেন দীনেশ কার্তিক। এদিকে, প্রথম ম্যাচে জঘন্য হারের পর, টানা দুটো ম্যাচে জিতে শ্রীলঙ্কা বেশ চনমনে। ভারতের টপ অর্ডারকে দ্রুত ফিরিয়ে দিতে পারলে, অগটন সম্ভব বলে মনে করছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক, ভারত-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে কিছু জেনে রাখা ভাল তথ্য
এশিয়া কাপ ২০২২-এর সুপার ফোরে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ কবে, কখন আয়োজিত হবে
ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ আজ, মঙ্গলবার ৬ সেপ্টেম্বর দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে।
কখন থেকে শুরু হবে ম্যাচ
আজ, মঙ্গলবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে ম্যাচ
কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে ইংরেজি, হিন্দি সহ নানা ভাষার কমেন্ট্রিতে এশিয়া কাপের সব খেলা সরাসরি সম্প্রচার করা হবে। স্টার স্পোর্টস ১ এসডি ও এইচডি, স্টার স্পোর্টস ৩ এসডি ও এইচডি, স্টার সিলেক্ট এইচডি-র মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা। ভারতীয় সময় সরাসরি খেলা দেখা যাবে সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে। টস হবে সন্ধ্যা সাতটা থেকে। ডিডি স্পোর্টসেও সরাসরি দেখা যাবে খেলা।
অনলাইনে খেলা কীভাবে দেখা যাবে?
ডিজনি প্লাস হটস্টার-ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।
রেডিও-তে সরাসরি ধারাবিবরণী শোনা যাবে কী?
হ্যাঁ, রেডিওতে সরাসরি শুনতে পাবেন এই ম্যাচ। অল ইন্ডিয়া রেডিও-তে সরাসরি ইংরেজি ও হিন্দিতে ধারাবিবরণী করা হবে এই ম্যাচের।
কারা এগিয়ে
ভারতকে খাতায় কলমে অনেকরট। ভারতের ম্যাচ উইনার অনেক।
ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে:
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, রবী বিষ্ণুই, আর্শদীপ সিং।
পরিসংখ্যান: দুই দল এর আগে ২৫টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ১৭টি ম্যাচে, পাকিস্তান ৭টি ম্যাচ জিতেছে। ১টি ম্যাচ পরিত্যক্ত।