Suresh Raina. (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ৬ সেপ্টেম্বর: আইপিএল (IPL) থেকে অবসর নিলেন ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina)। এর আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন। প্রবীণ এই ক্রিকেটার যিনি কয়েক বছর ধরে আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছিলেন। দৈনিক জাগরণের এক প্রতিবেদনে বলা হয়েছে, রায়না আর আইপিএল খেলবেন না।

গত বছর চেন্নাই ফ্র্যাঞ্চাইজি রায়নাকে দলে রাখেনি। নিলামের আগেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন রায়না। আইপিএলে ২০৫ ম্যাচে ৩২.৫ গড়ে ৫ হাজার ৫২৮ রান করেছেন তিনি। জানা যাচ্ছে, রায়না ঘরোয়া ক্রিকেটও খেলবেন না। কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে খেলছিলেন তিনি। আরও পড়ুন: US Open 2022: ফ্লান্সেস তিয়াফোর কাছে হেরে ইউএস ওপেন থেকে বিদায় নিলেন রাফায়েল নাদাল

অন্যতম সেরা ফিল্ডার হিসাবে বিবেচিত রায়না ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এমএস ধোনির অবসর ঘোষণার পরপরই তিনিও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান।