Rishabh Pant (Photo Credits: BCCI/ X)

Rishabh Pant: বাইশ গজে অধিনায়ক হয়ে প্রত্যাবর্তন করছেন ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে আসন্ন চারদিনের ম্য়াচের সিরিজে ভারতীয় এ দলকে নেতৃত্ব দেবেন পন্থ (Captain Pant)। IND A vs SA A তেম্বা বাভুমা, আইডেন মার্করাম-দের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামার আগে নিজেকে আর একটু ঝালিয়ে নিতে 'এ 'দলের হয়ে নামবেন পন্থ। সব ঠিক থাকলে আগামী ১৪ নভেম্বর ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে পন্থকে খেলতে দেখা যাবে। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যানচেস্টারে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন পন্থ। ম্যানচেস্টারে টেস্টে ব্রিটিশ পেসার ক্রিস ওকসের বলে রিভার্স সুইপ করার সময় ডান পায়ের বুড়ো আঙুল ভেঙে যায় পন্থের। তাই তাঁকে ৬ সপ্তাহ বিশ্রাম নিতে বলা হয়। এরপর গত তিন মাস মাঠের বাইরে আছেন টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার-ব্যাটার। আগামী ৩০ অক্টোবর ও ৬ নভেম্বর থেকে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দুটি চারদিনের টেস্ট খেলবে ভারতীয় এ দল। তার পরই টিম ইন্ডিয়া ১৪ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে দুই টেস্টের সিরিজ খেলবে। ভারতীয় এ দলে দুটি চারদিনের ম্যাচের জন্য দুটি আলাদা দল গঠন করা হয়েছে।

পন্থের দলে দ্বিতীয় ম্য়াচে স্কোয়াডে আছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ

দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দুটি ম্যাচেই নেতৃত্ব দেবেন পন্থ। তাঁর ডেপুটি বা সহ অধিনায়ক করা হয়েছে সাই সুদর্শনকে। মূলত রঞ্জি ট্রফির ম্যাচের সূচির কথা মাথায় রেখে ও সবাইকে যাতে নির্বাচকরা দেখে নিতে পারেন সেই কারণেই অজিত আগরকররা দুটি ম্যাচের জন্য দুটি আলাদা দল গড়লেন। দুটি দলেরই একটাতেও সুযোগ পেলেন না মুম্বইয়ের তারকা ব্যাটার সরফরফরাজ খান। স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আয়ুষ মাত্রে-কে। পন্থের পাশাপাশি এ দলের হয়ে দ্বিতীয় ম্যাচে খেলবেন কেএল রাহুল, অভিমন্যু ঈশ্বরণ, ধ্রুব জুরেল, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা-রা। পন্থের মতই দুটি ম্যাচেই খেলবেন সাই সুদর্শন, দেবদূত পাদিক্কাল, তনুশ খৈতান ও হর্ষ দুবে। এ দলের হয়ে প্রথম ম্যাচে স্কোয়াডে আছেন এন জগদীশন (উইকেটকিপার), রজত পতিদার, অনশুল খৈতান, যশ ঠাকুর, খলিল আহমেদ। দক্ষিণ আফ্রিকার এ দলের বিরুদ্ধে দ্বিতীয় চারদিনের ভারতীয় এ দলের স্কোয়াডে রাখা হয়েছে মানব সুথার ও সারনাশ জৈনকে। এই সিরিজে ভাল খেললে কয়েকজন তরুণ ক্রিকেটারের কাছে জাতীয় দলের দরজা খুলতে পারে। বিশেষ করে অভিমন্যু ঈশ্বরণ, ঋতুরাজ গায়কোয়েড়, তনুশ কৈতান, হর্ষ দুবে-দের জন্য।

দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের প্রথম চারদিনের ম্যাচ শুরু ৩০ অক্টোবর। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু ৬ নভেম্বর থেকে। দুটি ম্যাচই হবে বেঙ্গালুরুতে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারদিনের টেস্ট সিরিজে ভারতীয় এ দলের স্কোয়াড

প্রথম ম্যাচের স্কোয়াড- (৩০ অক্টোবর থেকে শুরু খেলা)

ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), আয়ুষ মাত্রে, এন জগদীশন (উইকেটকিপার), সাই সুদর্শন (সহ অধিনায়ক), দেবদূত পাদিক্কাল, রজত পাতিদার, হর্ষ দুবে, তনুশ কৈতান, মানব সুথার, আনশুল কাম্বোজ, যশ ঠাকুর, আয়ুষ বাদোনি, সারনাশ জৈন, গুরনুর ব্রার, খলিল আহমেদ।

দ্বিতীয় ম্যাচের স্কোয়াড- (৬ নভেম্বর থেকে শুরু)

ঋষভ পন্থ (অধিনায়ক), সাই সুদর্শন (সহ অধিনায়ক), কেএল রাহুল, ধ্রুব জুরেল, দেবদূত পাদিক্কাল, অভিমন্যু ঈশ্বরণ, ঋতুরাজ গায়কোয়েড়, হর্ষ দুবে, তনুশ কৈতান, মানভ সুথার, খলিল আহমেদ, গুরনুর ব্রার, প্রসিদ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, আকাশদীপ।