আফ্রিকার ফুটবলে রক্তারক্তির ঘটনা মাঝেমাঝেই ঘটতে শোনা যাচ্ছে। কিন্তু ডিআর কঙ্গোর মহিলাদের ক্লাব ফুটবলে যা হল দেখলে চমকে যাওয়ার জোগাড়। মহিলাদের লিগে খেলা চলছিল টিপি মাজেম্বে বনাম ডিসি মোতেমা পেম্বে দলের মধ্যে। তখন মোতেমা পেম্বে দল ১-৫ গোলে পিছিয়ে। পেনাল্টি বক্সে তাদের এক ফুটবলারকে অবৈধভাবে ট্যাকেল করায় মোতেমা পেম্বে পেনাল্টির দাবি করে।
কিন্তু পেনাল্টি দেননি রেফারি। আর তাতেই একেবারে অগ্নিশর্মা হয়ে রেফারির দিকে দৌড়ে যান মাজম্বের ফুটবলার। মাঠের সঙ্গে রিজার্ভ বেঞ্চে বসে থাকা মোতেমার ফুটবলাররাও। রেফারি বাঁচার মরিয়া চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। আরও পড়ুন-গোলাপি বলের ইতিহাসে প্রথম উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে শতরানের মাইলফলক স্পর্শ টম ব্লান্ডেলের
রিজার্ভ বেঞ্চে লাথি, ঘুঁষি মারা হয় রেফারিকে। তাঁকে টানেল দিয়ে বের করার সময়ও মোতেমার ফুটবলারদের রাগ কমেনি। তখনও তাঁকে লাথি, ঘুষি মারতে থাকেন ফুটবলাররা।
দেখুন ভিডিয়ো
In DR Congo, DC Motema Pembe Women Players chased and beat up a Referee for failing to award them a penalty, while they were losing 5-1 to TP Mazembe Women. pic.twitter.com/vFwoUOUcp0
— Africa Facts Zone (@AfricaFactsZone) February 17, 2023
ঘটনায় নিন্দার ঝড় আফ্রিকার ফুটবল। ডিআর কঙ্গো ফুটবল সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ডিসি মোতামা ফুটবলারদের সাসপেন্ড করা হয়েছে। ঘটনার তদন্তও করা হয়েছে।