IHPL Match Chaos (Photo Credit: X/Screengrab)

শ্রীনগর, ৩ নভেম্বর: এবার নতুন করে গণ্ডগোল শুরু হল জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরের শ্রীনগরে যে গণ্ডগোল শুরু হয়েছে তা আইএইচপিএল (IHPL Chaos In Jammu And Kashmir) অর্থাৎ ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগকে (IHPL) ঘিরে। শ্রীনগরে যে আইএইচপিএল শুরু হয় এবং শেষের আগে অর্গানাইজ়াররা সেখান থেকে পালান, তার জেরে ভূস্বর্গে গণ্ডগোল শুরু হয় জোর কদমে।

রিপোর্টে প্রকাশ, আইএইচপিএলে যে ক্রিকেটাররা হাজির হন, তাঁদের ফেলে দিল্লিতে চম্পট দেন অর্গানাইজ়াররা। জানা যায়, আইএইচপিএলে যে ক্রিকেটাররা হাজির হন, তাঁরা শ্রীনগরের একটি বিলাসবহুল হোটেলে এই মুহূর্তে রয়েছেন। তবে ওই বিলাসবহুল হোটেলের বিল না মিটিয়ে, তাঁদের টাকাপয়সা না দিয়ে দিল্লিতে পাড়ি দেন অর্গানাইজ়াররা।

ক্রিকেটারদের বিল না মেটানোর হুলুস্থূল...

 

জানা যাচ্ছে, আইএইচপিএলের ক্রিকেটারদের টাকা পয়সা না মেটানোয়, তাঁরা ম্যাচ খেলতে অস্বীকার করেন। ফলে মাঝ পথেই বন্ধ হয়ে যায় ওই টুর্নামন্ট। শ্রীনগরের বক্সি স্টেডিয়ামে যে ম্যাচ হওয়ার কথা ছিল স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড়দের নিয়ে আইএইচপিএলে, তা বাতিল হওয়ায় জোর চর্চা শুরু হয়েছে।

শ্রীনগরের ওই হোটেলে থাকা এক ক্রিকেটার জানান, অর্গানাইজ়াররা তাঁদের টাকা পয়সা  না মিটিয়ে চলে গিয়েছেন। নির্দিষ্ট অর্থ না পেয়েই তাঁরা সবাই খেলা বাতিল করেছেন বলে জানান সংশ্লিষ্ট ক্রিকেটার।

ফৈয়াজ় ফজ়ল, ইকবাল আবদুল্লা, অনুপ্রীত সিং, প্রভীন কুমার-সহ অন্য ক্রিকেটাররা শ্রীনগরের র্যাডিসন ব্লু হোটেলে রয়েছেন। তাঁদের থাকা, খাওয়া এবং ম্যাচ ফি কিছুই মেটানো হয়নি। তার আগেই অর্গানাইজ়াররা সেখান থেকে দিল্লিতে চলে যান বলে অভিযোগ।

যার জেরে হটেল কর্তৃপক্ষও আর ক্রিকেটারদের ছাড়তে চাইছে না। বিল না মেটানো পর্যন্ত ক্রিকেটারদের হোটেলেই থাকতে হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে সাফ জানানো হয়। া নিয়ে ধুন্ধুমার শুরু হয়েছে।

পাশাপাশি এই ঘটনার জেরে আইএইচপিএল প্রতারণা চক্র বা স্ক্যযাম বলে অভিহিত করা হচ্ছে এই মুহূর্তে।