Team India in Chennai test against Bangladesh. (Photo Credits: X@BCCI)

ICC WTC 2025-27 Schedule: আগামী ১৭ জুন, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চতুর্থ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। গলে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্য়াচের মাধ্যমে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ৯টি দেশ অংশ নিচ্ছে। তিন বছর ধরে হবে মোট ৭১টি টেস্ট। ২০২৭ সালের জুনে লর্ডসে হওয়ার কথা চতুর্থ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অংশগ্রহণকারী প্রতিটি দেশ ৬টি সিরিজ খেলবে। তাদের মধ্যে তিনটি হোম ও ৩টি অ্যাওয়ে সিরিজ খেলবে।

ভারত অভিযান শুরু করছে ২০ জুন, শুক্রবার হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাধ্যমে। এবারের WTC-এ টিম ইন্ডিয়া দেশের মাটিতে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা ও বিদেশের মাটিতে নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা-র বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবে। গত তিনবারের থেকে শুভমন গিলদের সামনে এবারের লড়াই প্রতিপক্ষদের খাতায় কলমের বিচারে বেশ শক্তিশালি। অক্টোবরে পাকিস্তানের মাটিতে দু ম্যাচে টেস্ট সিরিজ দিয়ে WTC 2025-27 অভিযান শুরু করবে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া সবার আগে খেলবে জুনে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজে তিন টেস্টের সিরিজে।

এক নজরে দেখে নেওয়া যাক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২৫-২৭ কোথায় কাদের বিরুদ্ধে খেলবে--

টিম ইন্ডিয়ার প্রতিপক্ষরা-

দেশের মাটিতে-

অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।

বিদেশের মাটিতে-

নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

অস্ট্রেলিয়ার প্রতিপক্ষরা

দেশের মাটিতে- নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ।

বিদেশের মাটিতে- ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষরা

দেশের মাটিতে- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ।

বিদেশের মাটিতে- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা।

ইংল্যান্ডের প্রতিপক্ষরা

দেশের মাটিতে-নিউ জিল্যান্ড, ভারত, পাকিস্তান।

বিদেশের মাটিতে- অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ।

নিউ জিল্যান্ডের প্রতিপক্ষরা

দেশের মাটিতে- ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা।

বিদেশের মাটিতে- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান।

শ্রীলঙ্কার প্রতিপক্ষরা

দেশের মাটিতে-ভারত, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ।

বিদেশের মাটিতে- নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান।

পাকিস্তানের প্রতিপক্ষরা

দেশের মাটিতে-নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা।

বিদেশের মাটিতে- ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষরা:

দেশের মাটিতে- অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা।

বিদেশের মাটিতে- নিউ জিল্যান্ড, ভারত, বাংলাদেশ।

বাংলাদেশের প্রতিপক্ষরা-

দেশের মাটিতে-ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

বিদেশের মাটিতে-অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।