আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ (ICC Women's World Cup 2025) অর্থাৎ মহিলাদের বিশ্বকাপ শুরু হতে চলেছে। যা শুরুর আগেই অন্যরকমভাবে সেজে উঠল গুগল ডুডল (Google Doodle)। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ। সেই উপলক্ষ্যে গুগল ডুডলে ফুটে উঠল এক অন্য ধারার ছবি। যেখানে ব্যাটে, বলে মহিলাদের এই বিশ্বকাপকে স্বাগত জানানো হয়েছে। বিকেল ৩টে থেকে শুরু হতে চলেছে ওমেন ওয়ার্ল্ড কাপের প্রথম ম্য়াচ। সেই উপলক্ষ্যেই সেজে উঠেছে ডুডল। প্রসঙ্গত আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ এবার ভারতে হচ্ছে। গুয়াহাটিতে রয়েছে যার প্রথম ম্যাচ। ৩০ সেপ্টেম্বরই গুয়াহাটির বরসাপারা স্টেডিয়ামে শুরু হবে ওমেন ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ।
দেখুন ওমেন ওয়ার্ল্ড কাপ উপলক্ষ্যে কীভাবে সেজে উঠল ডুডল...
