Representational Image (Photo Credits: ANI)

গাব্বা, ১২ ডিসেম্বর:  গাব্বায় অস্ট্রেলিয়ার কাছে দুর্মুশ হওয়ার পর আরও খারাপ খবর এলো ইংল্যান্ডের জন্য। আইসিস’র কড়া শাস্তির মুখে পড়তে হলো জো রুটের (Joe Root) দলকে। স্লো ওভার রেটের জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা রুটদের ম্যাচ ফি-র ১০০ শতাংশই কেটে নিল। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও (World Test Championship) পাঁচ পয়েন্ট খোয়াল রুট অ্যান্ড কোং! ম্যাচ রেফারি ডেভিড বুন এই নিদান দিয়েছেন।

গাবা টেস্টের দ্বিতীয় দিনে সকালের সেশন প্রলম্বিত হওয়ায় ৯৮ ওভার বল করার জায়গায় ইংল্যান্ড ৮৪ ওভার বল করেছে শুধু। আইসিসি-র নিয়ম অনুযায়ী স্লো ওভার রেটের জন্য খেলোয়াড়দের ২০ শতাংশ কাটা হয় প্রতি ওভারের জন্য। দল নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে তার দায় বর্তায় খেলোয়াড়দের ওপরেই। এর সঙ্গেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরও একটি করে পয়েন্ট কাটা যায়।

আরও পড়ুন : Sourav Ganguly: ওডিআই নেতৃত্ব নিয়ে মুখ খুললেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়

প্রসঙ্গত, গাব্বায় ইংল্যান্ড- কে ৯ উইকেটে হারিয়ে পাঁচ টেস্টের অ্যাসেজ সিরিজে ১-০ এগিয়ে গেল প্যাট কামিন্সের (Pat Cummins) দল। যেভাবে গাব্বায় জিতল ক্যাঙারু ব্রিগেড তাতে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ এখন থেকেই বলতে শুরু করেছেন এবারের অ্যাসেজ ৫-০ হলেও অবাক হওয়ার থাকবে না। আগামী বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে হবে এবারের অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ হবে দিন রাতের টেস্ট। অন্যদিকে, মালানকে আউট করে টেস্ট ক্রিকেটে তাঁর ৪০০তম উইকেটটি দখল করেন অজি স্পিনার ন্যাথান লিঁয়। গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্নের পর তৃতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে টেস্টে ৪০০তম ক্লাবে ঢুকলেন লিঁয়।