কলকাতা, ১২ ডিসেম্বর: ভারতের ওয়ান ডে ক্রিকেটে নতুন অধিনায়ক (Captain) বেছে নিয়েছেন নির্বাচকরা। আর সেটা যে মোটামুটি ভাবে ট্রফি জেতার রেকর্ডের নিরিখেই করা হয়েছে সেটা এক প্রকার নিশ্চিত। আর ওয়ান ডে-তে বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্ব যাওয়া নিয়ে এই প্রথম মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, ‘‘নির্বাচকদের আশা অধিনায়ক হিসাবে সাফল্য পাবে রোহিত। সেই কারণেই নির্বাচকরা ওর উপর ভরসা রেখেছে। আমি আশা করছি কী ভাবে দল সাফল্য পাবে সেই রাস্তা খুঁজে বার করবে রোহিত।’’ সৌরভের সংযোজন, ‘‘আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিতের রেকর্ড দুর্দান্ত। পাঁচ বার ট্রফি জিতেছে। কয়েক বছর আগে এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছিল। কোহলিকে ছাড়াই ভারত জিতেছিল। কোহলিকে ছাড়া ভারতের জয় মানে বুঝতে হবে দলের শক্তি কতটা। বড় প্রতিযোগিতায় রোহিত সফল। ও একটা ভাল দল পেয়েছে। তাই আশা করছি দল ভাল খেলবে।’’
আরও পড়ুন : Gabba Test: অস্ট্রেলিয়ার দুর্ভেদ্য দুর্গ গাব্বায় কাঁটা শুধু ভারতই
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের পরই টি-২০ আন্তর্জাতিকে তিনি আর অধিনায়কত্ব করবেন না। এ প্রসঙ্গে সৌরভ জানিয়েছিলেন, কোহলীকে টি২০ বিশ্বকাপের অধিনায়কত্ব ছাড়তে নিষেধ করেছিল বোর্ড। কিন্তু কোহলি নেতৃত্ব ছেড়ে দেন। তার পরে নির্বাচকরা সিদ্ধান্ত নেন সাদা বলের ক্রিকেটে এক জনকেই অধিনায়ক করা হবে। তারপরই রোহিত শর্মাকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক নির্বাচিত করা হয়।