দিল্লির যন্তরমন্তরে দেশের তারকা কুস্তিগিররা প্রতিবাদ দেখাচ্ছেন কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে। বিজেপি সাংসদের বিরুদ্ধে সাক্ষী মালিকদের অভিযোগ তিনি মহিলা কুস্তিগিরদের ওপর যৌন হেনস্থা, মানসিক নির্যাতন চালিয়েছেন। সাক্ষী মালিক থেকে বজরং পুনিয়া, ববিতা ফোগাতদের মত বিশ্বমঞ্চে মহাসাফল্য পাওয়া কুস্তিগিরদের এই আন্দোলনকে নিয়ে দেশের ক্রীড়াবিদদের মধ্যে দুটি ভাগ। তবে যৌন হেনস্থার মত গুরুতর বিষয়ে আন্দোলন করায় সাক্ষীদের পক্ষেই সমর্থনের জোর বেশী। আইওসি সভাপতি পিটি ঊষা সাক্ষীদের আন্দোলনে কটাক্ষ করে তীব্র সমালোচনা করলেও নীরজ তোপড়া থেকে অভিনব বিন্দ্রা, সানিয়া মির্জা থেকে বাইচুং ভুটিয়া, বিজেন্দর সিং, হরভজং সিংয়রা সাক্ষীদের পাশে দাঁড়িয়েছেন। যদিও দেশের ক্রিকেটমহল কুস্তিগিরদের আন্দোলন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।
কবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কুস্তিগিরদের নিয়ে মুখ খুললেন। সৌরভ সেভাবে কারও পক্ষ না নিয়ে আশাপ্রকাশ করলেন এই ইস্যুর সমাধান হবে। যদিও বিষয়টা ভালভাবে জানি না বলে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করলেও সাক্ষীদের ওপর সামান্য হলেও সহানুভূতি দেখালেন। আরও পড়ুন-স্ট্যান্ডবাই হিসেবে ইংল্যান্ডে ফাইনালে যাচ্ছেন সূর্যকুমার যাদব!
দেখুন সৌরভ কী বললেন
#WATCH | "...Let them fight their battle. I really don't know what's happening there, I just read in the newspapers. I realised one thing in the sports world, that you don't talk about things which you don't have complete knowledge of. I hope it gets resolved. Wrestlers bring a… pic.twitter.com/eRYABRBCL9
— ANI (@ANI) May 5, 2023
বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থায় চলা দেশের কুস্তিগিরদের আন্দোলন নিয়ে সৌরভ বললেন, " ওদের যুদ্ধে লড়তে দাও। আমি সত্য়ি জানি না ওখানে কী হচ্ছে। আমি শুধু সংবাদপত্রে বিষয়টা পড়ি। খেলার জগতে থেকে একটা জিনিস আমি খুব ভাল করে বুঝেছি, যতক্ষণ না তোমার কোনও বিষয়ে পুরোপুরি জ্ঞান থাকে সেটা নিয়ে তোমার কথা বলা উচিত নয়। শুধু এটা আশা করব সবটা মিটে যাবে। দেশের হয়ে কুস্তিগিররা অনেক সাফল্য এনেছে। সবটার সমাধান মিলবে বলেই আশা করছি।"