Harshit Rana. (Photo Credits: X)

সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতীয় দলের তিনজন সদস্য দেশে ফিরেই সরাসরি চলে যাবেন জিম্বাবোয়ে সফরে। আগামী শনিবার থেকে জিম্বাবোয়ে-তে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে নামছে তারকা ক্রিকেটারদের বাদ দিয়ে নামা টিম ইন্ডিয়া। সেই সিরিজে ভারতীয় দলে আছেন বিশ্বকাপ জয়ী দলের তিন সদস্য- সঞ্জু স্যামসন, শিবম দুবে ও যশস্বী জয়সওয়াল। কিন্তু বার্বাডোজে ভয়াবহ সাইক্লোন আসায় টি-২০-র বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দলের দেশে ফেরা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ফলে তাঁদের জিম্বাবোয়েতে যেতে দেরি হবে।

আর তাই জিম্বাবোয়ে সফর টি টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচে সঞ্জু, শিবম, যশস্বী-দের পরিবর্ত হিসেবে স্কোয়াডে নেওয়া হল অন্য তিন প্রতিশ্রুতিমান ক্রিকেটার-দের। এবারের আইপিএলে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে নজর কাড়া হর্ষিত রানা প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন। ২২ বছরের দিল্লির পেসার হর্ষিত এখনও পর্যন্ত মাত্র ৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। আইপিএলের একটা মরসুমে প্রতিভার পরিচয় দিয়ে জাতীয় দলের দরজা খুললেন হর্ষিত। যে হর্ষিতকে আইপিএল জেতার পর কেকেআর মালিক শাহরুখ খান বলেছিলেন, 'জলদি তু দেশকে লিয়ে খেলেগা' (দ্রুত তুই দেশের হয়ে খেলবি)।

উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মাও জিম্বাবোয়ে সিরিজে প্রথম দুটি ম্যাচে স্কোয়াডে থাকছেন। মহারাষ্ট্রের ৩০ বছরের উইকেটকিপার জিতেশ এবার পঞ্জাব কিংসের জার্সিতে নজর কেড়েছেন। জিম্বাবোয়েতে স্কোয়াডে নেওয়া হল গুজরাট টাইটান্সের তারকা ওপেনার ব্যাটার সাই সুদর্শন-কেও। এবারের আইপিএলে ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করে সাড়া ফেলে দিয়েছিলেন সাই। তিনি এর আগে দেশের হয়ে তিনটি ওয়ানডে ম্যাচে খেলেছেন। তবে দেশের হয়ে এখনও টি টোয়েন্টি-তে অভিষেক হয়নি।

প্রসঙ্গত, শুবমন গিল নেতৃত্বে আগামী ৬ জুলাই থেকে জিম্বাবোয়েতে টি টোয়েন্টি সিরিজে খেলতে নামছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা-দের মত সিনিয়রদের আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের পর এই প্রথম নামছে টিম ইন্ডিয়া। হার্দিক পান্ডিয়া, জশপ্রীত বুমরা, ঋষভ পন্থ-দের মত তারকাদের এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

জিম্বাবোয়ে সফরে ভারতের ১৫ সদস্যের টি টোয়েন্টি স্কোয়াড-

শুবমন গিল (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়েড়, সাই সুদর্শন, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, নীতীশ রেড্ডি, ধ্রুব জুরেল (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণু, খলিল আহমেদ, আবেশ খান, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে, হর্ষিত রানা

শেষ তিনটি ম্যাচে: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, শিবম দুবে।

জিম্বাবোয়ে সফরে টিম ইন্ডিয়ার ক্রীড়াসূচি-

প্রথম ম্যাচ- ৬ জুলাই ( হারারে)

দ্বিতীয় ম্যাচ- ৭ জুলাই ( হারারে)

তৃতীয় ম্যাচ- ১০ জুলাই ( হারারে)

চতুর্থ ম্যাচ- ১৩ জুলাই ( হারারে)

পঞ্চম ম্যাচ- ১৪ জুলাই ( হারারে)

(সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে। সব কটি ম্যাচ ভারতীয় সময় রাত আটটা থেকে শুরু)