শুধু আর্থিক জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া নয়। বাংলাদেশে আউট হয়ে স্ট্যাম্প ভাঙা-আম্পায়ারদের সঙ্গে বচসার জন্য নির্বাসিত হলেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়িকা হরমনপ্রীত কৌর ( Harmanpreet Kaur)-কে। হ্যারিকে দু ম্যাচ নির্বাসিত করল আইসিসি। ফলে ভারতীয় মহিলা দলের আগামী দুটি ম্য়াচে খেলতে পারবেন না অধিনায়ক হরমনপ্রীত। নির্বাসনের কারণে খুব সম্ভবত সেপ্টেম্বরে চিনে হতে চলা এশিয়ান গেমসের প্রথম দুটি ম্যাচে খেলতে দেখা যাবে না হ্যারিকে।
বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মীরপুরে নিজের আউটের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ব্যাট দিয়ে স্ট্যাম্প ভাঙেন হরমনপ্রীত কৌর। এরপর টাই ম্যাচ শেষে দুই আম্পয়ারদের বিরুদ্ধেও কটুক্কি করতে শোনা যায় হরমনপ্রীতকে। আরও পড়ুন-বৃষ্টিতে ভেসে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট, ম্যাচ ড্র করে ১-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত
দেখুন টুইট
Harmanpreet Kaur has been suspended for 2 games by ICC. pic.twitter.com/DFuD5XBcfJ
— Johns. (@CricCrazyJohns) July 25, 2023
মীরপুরে ম্যাচের পর অফিসিয়ালরা আইসিসি-র কাছে কড়া রিপোর্ট জমা দেন। মহিলা ক্রিকেটের আইকন হলেও অক্রিকেটীয় আচরণের জন্য আইসিসি দু ম্যাচ নির্বাসিত করল হরমনপ্রীতকে।
এর আগে বাংলাদেশে শেষ ওয়ানডে-তে খারাপ আচরণের দায়ে ভারতের মহিলা দলের অধিনায়িকার ম্যাচ পারিশ্রমিকের ৭৫ শতাংশ কেটে নিয়ে শাস্তি দেওয়া হয়েছিল। পাশাপাশি তাঁকে শাস্তি হিসেবে তিনটি ডিমেরিট ('নেগেটিভ মার্কিং) পয়েন্ট দেওয়া হল।