Hardik Pandya Stunning Catch (Photo Credit: Sony Sports Network/ X)

Hardik Pandya Ruled Out of Asia Cup Final: এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা খেল ভারতীয় শিবির। চোটের কারণে ফাইনালে খেলতে পারছেন না তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। হার্দিকের পরিবর্তে দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে খেলতে নামছে রিঙ্কু সিং (Rinku Singh)। গত শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচে বল করার সময় চোট পেয়েছিলেন হার্দিক। চোট পুরোপুরি না সারায় তাঁকে খেলানো হচ্ছে না। হার্দিক ফিট হয়ে ওঠার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু শেষ অবধি তিনি মাঠে নামতে পারছেন না। পুরো টুর্নামেন্ট ডাগ আউটে কাটানোর পর একেবারে ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নামছেন কেকেআর তারকা রিঙ্কু।

এবারের এশিয়া কাপের প্রতিটি ম্যাচে প্রথম ওভারটা হার্দিকই করেছিলেন

হার্দিক না থাকায় বোলিংয়ে ভারসাম্য হারাতে পারে টিম ইন্ডিয়া। নতুন বলে এবারের এশিয়া কাপের বুমরার সঙ্গে শুরু করছেন হার্দিক। শ্রীলঙ্কার বিরুদ্ধে তার দ্বিতীয় ওভারের প্রথম বল করার পরই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন হার্দিক। চলতি এশিয়া কাপে ভারতের প্রতিটি ম্য়াচেই ইনিংসের প্রথম ওভারটি করেন হার্দিক পান্ডিয়া। ৬টি ম্যাচে নেন ৪টি উইকেট, ব্যাট হাতে করেছেন ১০৪ রান (গড় ২০.৮০)। গ্রুপ লিগে পাকিস্তানের সায়ুম আয়ুবকে আউট করেন, সুপার ফোরে ফকহর জামানের উইকেট নেন হার্দিক। তাঁর পারফরম্যান্স আহামরি না হলেও, দলের ভারসাম্য রক্ষার জন্য দারুণ কার্যকরী ছিলেন হার্দিক।

ছিটকে গেলেন হার্দিক, পরিবর্তে ফাইনালে খেলছেন রিঙ্কু সিং

ফাইনালে দুই দলের সম্ভাব্য একাদশ

ভারত- অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী জশপ্রীত বুমরা।

পাকিস্তান- সাহিবাজাদা ফারহান, ফকহর জামান, সাইম আয়ুব, হুসেন তালাত, সলমন আলি আঘা (অধিনায়ক), মহম্মদ হ্যারিস (উইকেটকিপার), শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হ্যারিস রউফ, আব্রার আহমেদ।