জার্মান ফুটবলে খারাপ সময় কাটছেই না। পরপর দুটো বিশ্বকাপ থেকে গ্রুপ লিগ থেকে লজ্জার বিদায়ের পর জার্মান ফুটবলে ঘুরে দাঁড়ানোর মঞ্চ হতে চলেছে আগামী বছর ইউরো কাপ। ২০২৪ ইউরো কাপটা নিজেদের দেশেই খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ইউরো কাপের প্রস্তুতির জন্য নামা প্রীতি ম্যাচে জাপানের কাছে ১-৪ গোলে লজ্জার হারের মুখে পড়ে জার্মানরা। দেশের মাটিতে জাপানের কাছে লজ্জার হারের পর চাকরি যাচ্ছে জার্মান কোচ হানসি ফ্লিকের (Hansi Flick)।
কাতার বিশ্বকাপে গ্রুপ লিগ থেকে বিদায়ের পরও কোচ হিসেবে ফ্লিকের আস্থা রেখেছিল জার্মান ফুটবল ফেডারেশন। কাতার বিশ্বকাপে গ্রুপ লিগে জাপানের কাছে হেরে বিদায়ের পরও চাকরি বাঁচিয়েছিলেন ফ্লিক। কিন্তু আজ প্রীতি ম্যাচে জাপানের কাছে ১-৪ গোলে লজ্জার হারের পর আর দেরী না করে নতুন কোচ আনছে জার্মানি।
দেখুন টুইট
🚨 BREAKING: Hansi Flick has been sacked as Germany head coach nine months before Euro 2024. pic.twitter.com/G7wkijzelK
— AiScore (@aiscoreofficial) September 10, 2023
নিজেদের দেশে ইউরো কাপ খেলার ৯ মাস আগে কোচ বদল করছে জার্মানরা। বিশ্বকাপ জয়ী জোয়াকিম লোয়ে-র পদত্যাগের পর ২০২১ সালে জার্মান জাতীয় ফুটবল দলের কোচ করে আনা বয় ফ্লিককে।