D Gukesh Net Worth: বিশ্বনাথন আনন্দের পর দাবায় দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়ন পেল ভারত। ১৩৮ বছর বয়সী দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ডি গুকেশ। চিনের অভিজ্ঞ ডিং লিরেনকে হারিয়ে ইতিহাস গড়া গুকেশ কোটি কোটি টাকা পুরস্কার পেয়েছেন। এ বছর শিরোপার হ্যাটট্রিক করা গুকেশের বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে মোট সম্পত্তি ছিল ৮.২৬ কোটি টাকা। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর তাঁর মোট সম্পদের পরিমাণ বহুগুণে বেড়েছে। সিঙ্গাপুরে ১৭ দিন ধরে এই বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। সেখানে ১৭ দিনে ১১ কোটি টাকার বেশি আয় করেছেন তিনি। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের শেষ খেলায় চিনের ডিং লিরেনকে হারান ডি গুকেশ। ৭.৫-৬.৫ গেম জিতে ইতিহাস গড়েন তিনি। গুকেশ শেষ খেলাটি কালো ঘুঁটি দিয়ে শুরু করেন। ভারতের অত্যন্ত প্রতিভাবান দাবাড়ু গুকেশ ২২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী রাশিয়ান কিংবদন্তি গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙে দিয়েছেন। D Gukesh: চিনকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন দাবারু ডি গুকেশ, প্রশংসায় ভরালেন মোদী থেকে রাহুল সকলেই
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ বিশ্বনাথন আনন্দের অ্যাকাডেমিতে দাবা প্রশিক্ষণ নেন। এই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য ডি গুকেশ পেয়েছেন ১১.৪৫ কোটি টাকা এবং ডিং লিরেন পেয়েছেন ৯.৭৫ কোটি টাকা। ফিডে-র নিয়ম অনুযায়ী, ফাইনালে খেলা দাবাড়ু প্রতি ম্যাচ জেতার জন্য পান ১.৬৯ কোটি টাকা। ড্র হলে টাকা ভাগ করে দেওয়া হয় দুইজনের মধ্যে। সেক্ষেত্রে গুকেশ তিনটি ম্যাচ জিতেছিল। ৩, ১১ ও ১৪ নম্বর গেম জিতেছেন তিনি। তাই বিজয়ী হওয়ার পর গুকেশ পেয়েছেন মোট ১১.৪৫ কোটি টাকা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আগে গুকেশের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৮.২৬ কোটি, যা এখন ২০ কোটি ছাড়িয়েছে। গুকেশের আয়ের উৎস এই চেসের প্রাইজমানি ও এনডোর্সমেন্ট।