সর্বকনিষ্ঠ দাবারু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ডি গুকেশ (Gukesh Dommaraju)। বৃহস্পতিবার ১৪ তম বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্বের আসর বসেছিল সিঙ্গাপুরে। এদিন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে বিশ্বসেরার খেতাব জয়ের আশা দেখেছিলেন গুকেশ। অবশেষে সেই স্বপ্নপূরণ হল তাঁর। বিশ্বনাথন আনন্দের পর এই নিয়ে দ্বিতীয়বার কোনও ভারতীয় এই খেতাব জিতলেন। মাত্র ১৮ বছর বয়সেই একাধিক রেকর্ড ভাঙলেন তিনি। রাশিয়ার দাবারু গ্র্যান্ডমাস্টার গ্যারি কাসপারভে ১৯৮৫ সালে ২২ বছর বয়সে চ্যাম্পিয়নশিপ জেতেন। ফলে এতদিন সর্বকনিষ্ঠ দাবারু হিসেবে তাঁর নাম সকলের ওপরে ছিল। এবার তাঁকেও ছাপিয়ে গিয়ে শীর্ষে উঠলেন তিনি।

গুকেশকে ইতিমধ্যেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিত্ব। এমনকী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় সচিন তেন্ডুলকারও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। বিশিষ্ট ব্যক্তিত্বের পাশাপাশি সাধারণ মানুষরাও সোশ্যাল মিডিয়ায় গুকেশের এই জয় নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত। এদিন খেলার মধ্যেই জয় নিশ্চিত বুঝতে পেরে কেঁদে ফেলেছিলেন গুকেশ।