Rishabh Pant Twin Century. (Photo Credits: X)

Rishabh Pant: ইংল্যান্ডে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে একেবারে অবিশ্বাস্য পারফরম্যান্স মেলে ধরলেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি থেকে ইংল্যান্ডের মাটিতে সফররত দলের উইকেটকিপার-ব্যাটার হিসাবে কোনও টেস্ট সিরিজে সর্বকালীন সর্বাধিক রান। সবই ইংল্যান্ডে টেস্ট সিরিজে নজির গড়েছেন পন্থ। স্টোকসদের বিরুদ্ধে ৪টি টেস্ট খেলে ৬৮ ব্যাটিং গড়ে পন্থ করেছিলেন মোট ৪৭৯ রান, ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি সহ। ব্যাট হাতে পন্থের বিস্ফোরণ দেখে চমকে গিয়েছে বাইশ গজের দুনিয়া। চোটের কারণে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ওভালে খেলতে না পারলেও বেন স্টোকসদের বিরুদ্ধে শুভমন গিলের দলের সেরা বাজি ছিলেন পন্থই। চোট সারিয়ে বাইশ গজে ফেরার চেষ্টাই আছেন দিল্লির তারকা উইকেটকিপার-ব্যাটার। এরই মাঝে পন্থকে নিয়ে বড় কথা বললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার ম্যাথু হেডেনের মেয়ে গ্রেস হেডেন (Grace Hayden)।

ছবিতে ম্যাথু হেডেন কন্যা গ্রেস হেডেন

সঞ্চালক, ধারাভাষ্যকার, কনটেন্ট ক্রিকেটার গ্রেস জানালেন, তাঁর পছন্দের ক্রিকেটারের নাম ঋষভ পন্থ। এমনকী পন্থকে নিয়ে তাঁর হৃদয়ে দুর্বল জায়গায়ও রয়েছে। আইপিএল সহ বিভিন্ন টুর্নামেন্টে সঞ্চালিকা হিসাবে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন হেডেন কন্যা।

দেখুন পন্থকে নিয়ে কী বললেন হেডেন কন্যা

গ্রেসের মতে, পন্থ শুধু একজন ভাল ক্রিকেটার, টিমম্যানই নন, স্টাইল আইকনও। পন্থ ক্যামেরার সামনে নিজেকে ভালভাবে পরিবেশন ও ভাল কথা বলতে পারেন বলেও অজি সুন্দরী অ্যাঙ্কর বললেন।