ছোটদের ফুটবল বিশ্বকাপের জার্মানি-আর্জেন্টিনার মধ্যে রুদ্ধশ্বাস সেমিফাইনাল ম্যাচ। ৬ গোলের থ্রিলার ম্যাচ শেষে লিওনেল মেসির দেশের ছোটদের হৃদয়ভঙ্গ হল। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ৩-৩ গোলে ড্র হওয়ার পর, আর্জেন্টিনা অনুর্ধ্ব ১৯ দলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠল জার্মানির অনুর্ধ্ব ১৯ দল। টাইব্রেকারে দুটো অনবদ্য সেভ করে ম্যাচের নায়ক জার্মানির গোলকিপার ম্যাক্স স্কিমিট। ৩৮ বছর পর ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে উঠল জার্মানি।
হ্যাটট্রিক করেও হারতে হল আর্জেন্টিনার তারকা আগুস্তিন ফাবিয়ান রুবের্তো-কে। ম্যাচের ৯৭ মিনিটে নাটকীয় কায়দায় সমতায় ফিরিয়ে টাইব্রেকারে নিয়ে যান রুবের্তো। যাকে আর্জেন্টিনার পরবর্তী মেসি হিসেবে ডাকা হচ্ছে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল অনুর্ধ্ব ১৯ দলকে তিন গোলে উড়িয়ে শেষ চারে উঠেছিল আর্জেন্টিনার ছোটরা।
আর্জেন্টিনা ম্যাচের ৯ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ার পর হাফ টাইমের আগে ২০১ এগিয়ে ছিল। এরপর ৫৮ ও ৬৯ মিনিটে দুটি গোল করে জার্মানি এগিয়ে যায়। তারপর খেলা শেষের বাঁশি বাজার ঠিক আগে অনবদ্য গোল করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান রুবের্তো। ফাইনালে জার্মানির প্রতিপক্ষ কাল, বুধবার দ্বিতীয় সেমিতে মুখোমুখি হওয়া ফ্রান্স-মালি ম্যাচের জয়ী দল।
দেখুন নাটকীয় ম্যাচের স্কোরবোর্ডের হিসেব
9' 🇦🇷 0-1 🇩🇪
36' 🇦🇷 1-1 🇩🇪
45+4' 🇦🇷 2-1 🇩🇪
58' 🇦🇷 2-2 🇩🇪
69' 🇦🇷 2-3 🇩🇪
90 +7' 🇦🇷 3-3 🇩🇪
🇩🇪✅✅❌✅✅
🇦🇷❌❌✅✅
Argentina 🆚 Germany lived up to the hype in the #U17WC Semi-Finals! pic.twitter.com/PHVT3NvRTz
— FIFA World Cup (@FIFAWorldCup) November 28, 2023
১৯৮৫ সালে প্রথমবার আয়োজিত হয়েছিল ফিফা অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে। চিনে আয়োজিত ছোটদের বিশ্বকাপের প্রথমবারেই ফাইনালে খেলেছিল জার্মানি। তবে সেবার ফাইনালে তারা হেরে যায় নাইজেরিয়ার কাছে। এবার প্রথমবার অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ জয়ের হাতছানি জার্মানির সামনে। বড়দের ফুটবলে পরপর দুটো বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায়ের মহালজ্জার পর, ছোটদের ফুটবল স্বস্তি দিচ্ছে জার্মানদের।