ব্রিসবেন, ১৮ ডিসেম্বর: গাব্বা টেস্টে জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। আগুনে পিচে টেস্ট দেড় দিনেই শেষ হয়ে গেল। এদিন দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস মাত্র ৯৯ রানে গুঁটিয়ে যায়। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৬৬ রানে এগিয়ে থাকা, দ্বিতীয় ইনিংসে জিততে হলে করতে হত মাত্র ৩৪ রান। সেই সামান্য রান তুলতে অজিরা হারায় চারটে উইকেট। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদের বিধ্বংসী স্পেলে উসমান খোয়াজা (২), ডেভিড ওয়ার্নার (৩), স্টিভ স্মিথ (৬), ট্রাভিস হেড (০)-দ্রুত ফিরিয়ে যান। শেষ অবধি মার্নাস লুবসাচনে (৫)অপরাজিত থেকে দলকে জেতান। দ্বিতীয় ইনিংসে রাবাদা ১৩ রান দিয়ে নেন ৪টি উইকেট। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকান বোলাররা ১৯ রান অতিরিক্ত দেন, সেখানে অজি ব্যাটাররা করেন মাত্র ১৬ রান।
দ্বিতীয় দিনের শুরুতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ২১৮ রানে। গতকালের রানের থেকে অজিরা যোগ করেন গুরুত্বপূর্ণ ৭৩ রান। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৫ উইকেটে ১৪৫। হেড অপরাজিত ছিলেন ৭৮ রানে। এদিন হেড ৯২ রানে ফিরে যাওয়ার পর আলেক্স কারি (২২), ক্যামেরন গ্রিন (১৮), মিচেল স্টার্ক (১৪)-রা ভাল খেলে দলকে গুরুত্বপূর্ণ লিড এনে দেন। আরও পড়ুন-আজ বিশ্বকাপের ফাইনাল
দেখুন টুইট
If you woke up late, I guess you missed this absolute ripper from Starc!!
Van der Dussen had no clue what just happened..pic.twitter.com/6SiMCTPRNS#AUSvsSA #mitchellstarc #CricketAustralia
— OneCricket (@OneCricketApp) December 18, 2022
এরপর দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ রানের মধ্যে প্রথম তিনটি উইকেট হারায়। এরপর তেম্বা বাভুমা (২৯), খায়া ঝোন্ডো (৩৬ অপরাজিত) লড়েন। শেষের দিকে কেশব মহারাজ (১৬) কিছুটা ভাল খেলেন। তবে বাকিরা আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। শেষ অবধি প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৯৯ রানে। কামিন্স ৪২ রান দিয়ে ৫টি, স্টার্ক ও বোল্যান্ড দুটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করে ১৫২ রান। গাব্বার পিচ এতটাই বিধ্বংসী। দেড় দিনে পড়ল ৩৪টা উইকেট।
গাব্বার স্কোরবোর্ড
দক্ষিণ আফ্রিকা: ১৫২, ৯৯
অস্ট্রেলিয়া: ২১৮, ৩৫/৪
অস্ট্রেলিয়া জয়ী ৬ উইকেটে। ম্যাচের সেরা-ট্র্য়াভিস হেড (৯২)।