Argentina vs France, World Cup Final. (Photo Credits:Facebbok)

দোহা, ১৭ ডিসেম্বর: FIFA World Cup Final 2022: গ্রেটেস্ট শো অন আর্থ-এর গ্রেটেস্ট ডে আজ। আজ, রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে হতে চলেছে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। খেলার দুনিয়ায় এর চেয়ে বড় দিন আর হয় না। ২০০ টি দেশের কয়েকশো কোটি মানুষ এই ফাইনাল ম্যাচ দেখবে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মহা দ্বৈরথে আর্জেন্টিনা ও ফ্রান্স। ২৬ বছর পর বিশ্বকাপ জেতার হাতাছানি আর্জেন্টিনার সামনে। তার চেয়েও বড় দুনিয়ার সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় থাকা লিওনেল মেসি-র সামনে সুযোগ তাঁর কেরিয়ারের অধরা মাধুরী বিশ্বকাপ জিতে অবসর নেওয়ার। আট বছর আগে ব্রাজিলের মারকানায় বিশ্বকাপের ফাইনালে খেলে জার্মানির কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল মেসিকে। ফরাসিদের বিরুদ্ধে সেই আট বছর আগের আক্ষেপ ঝেড়ে কাপ জিততে মরিয়া মেসি অ্যান্ড কোম্পানি।

অন্যদিকে, ব্রাজিল (১৯৫৮, ১৯৬২), ইতালি (১৯৩৪,১৯৩৮)-র পর তৃতীয় দেশ হিসেবে ফ্রান্সের সামনে সুযোগ টানা দু বার বিশ্বকাপ জেতার। গত সাতটা বিশ্বকাপের মধ্য়ে ফ্রান্স এবার নিয়ে চারবার ফাইনালে খেলছে। তার মধ্যে ১৯৯৮-এ ব্রাজিল ও ২০১৮-ক্রোয়েশিয়াকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জেতে ফ্রান্স। আর ২০০৬-এ তারা ইতালির কাছে হেরে রানার্স হয় ফরাসিরা।

ফাইনালে দুই দলের সম্ভাব্য একাদশ-

আর্জেন্টিনা (৪-৪-২): এলি মার্টিনেজ, মোলিনা, নিকোলাস ওতামেন্ডি, রোমেরো, আকুনা, ম্যাক আলিস্টার, দি পল, ফার্নান্ডেজ, পারেদেস, আলবারেস, লিওনেল মেসি।

ফ্রান্স (৩-৫-২): লরিস, কাউন্দে, ভারানে, উপামেকানো, হার্নান্ডেজ, চাউমেনি, রাবিয়োত, দেম্বেলে, গ্রিজম্যান, এমবাপেস জিরু।

ফিফা ক্রম তালিকা- আর্জেন্টিনা-৩, ফ্রান্স-৪

আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন- ২বার (১৯৭৮, ১৯৮৬)

ফ্রান্স বিশ্বকাপ চ্যাম্পিয়ন- ২ বার (১৯৯৮, ২০১৮)

কীভাবে ফাইনালে আর্জেন্টিনা

গ্রুপ লিগে-সৌদি আরবের কাছে ১-২ গোলে হার।। মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে জয়।। পোল্যান্ডের বিরুদ্ধে ২-০ গোলে জয়।

প্রি কোয়ার্টার-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয়।

কোয়ার্টার- নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকারে জয়, নির্ধারিত ১২০ মিনিটে খেলার ফল ছিল ২-২।

সেমিফাইনাল-ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জয়।

কীভাবে ফাইনালে ফ্রান্স

গ্রুপ লিগে-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-০ গোলে জয়। ডেনমার্কের বিরুদ্ধে ২-০ গোলে জয়। তিউনিসিয়ার বিরুদ্ধে ০-১ গোলে হার।।

প্রি কোয়ার্টার- পোল্যান্ডের বিরুদ্ধে ৩-১ গোলে জয়

কোয়ার্টার-ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলে জয়

সেমিফাইনাল-মরক্কোর বিরুদ্ধে ২-০ গোলে জয়

আর্জেন্টিনা কাদের দিকে তাকিয়ে: লিওনেল মেসি, হুয়ান আলবারেস, এমিনিয়ালো মার্টিনেজ।

ফ্রান্স কাদের দিকে তাকিয়ে: কিলিয়া এমবাপে, অলিভিয়ের জিরু, হুগো লরিস।

দুই দলের মুখোমুখি হওয়ার রেকর্ড-

মোট ম্যাচ: ১২, আর্জেন্টিনা জয়ী- ৬, ফ্রান্স জয়ী-৩, ড্র-৩

বিশ্বকাপে দুই দল-

মোট ম্যাচ: ৩, আর্জেন্টিনা জয়ী-২, ফ্রান্স জয়ী-১।

শেষবার বিশ্বকাপে মুখোমুখি

২০১৮ রাশিয়া বিশ্বকাপের প্রি কোয়ার্টারে- ফ্রান্স (৪) আর্জেন্টিনা (৩)

ভারতীয় সময় কটা থেকে শুরু ম্যাচ

রাত সাড়ে ৮টা থেকে শুরু হবে খেলা

টিভিতে কোথায় দেখা যাবে ম্যাচ

স্পোর্টস ১৮ এসডি ও এইচডি-তে সরাসরি দেখানো হবে খেলা। এমটিভি এইচডি-তেও সরাসিরে দেখানো হবে খেলা

ইন্টারনেটের মাধ্যমে মোবাইল বা স্মার্ট টিভিতে কীভাবে দেখা যাবে খেলা

জিও সিনেমা অ্যাপের মাধ্যমে বিনামূল্যে সরাসরি দেখা যাবে খেলা।