Turkey today (Photo Credits: Twitter)

তুরস্কের এক ক্লাব খেলা জনপ্রিয় তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু ভূমিকম্পের পর থেকে নিখোঁজ। ভুমিকম্পের পর ধ্বংসস্তুপে আটকে পড়েছেন আতসু। গত রাতেই ক্লাবের জার্সিতে গোল করেছিলেন আতসু, আর এখন তিনি ধ্বংসস্তুপের তলায়। প্রিমিয়র লিগের ক্লাব চেলসি ও নিউ ক্যাসেলের মত নামী ক্লাবে খেলে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। এরপর গত বছর তুরস্কের ক্লাব হাতায়স্পোরে যোগ দেন আতসু। ঘানার ৩১ বছরের ফুটবলার আতসু তুরস্কের যে বহুতলে ছিলেন, সেটি এদিন সকালে ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর ভেঙে পড়ে। তারপর থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

দেখুন টুইট

দেখুন টুইট

দেখুন ভিডিয়ো

সেই হোটেলটি পুরোপুরি ভেঙে পড়ে। ধ্বংসস্তুপ থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার হচ্ছে। তবে কয়েকজনকে জীবীত অবস্থাতেও উদ্ধার করা হয়েছে। আরও পড়ুন-হুড়মুড়িয়ে তাসের ঘরের মত ভেঙে পড়ছে তুরস্কের বহুতল, দেখুন

২০১৩-১৭ চেলসির হয়ে দাপিয়ে খেলেন আতসু। ঘানার হয়ে ৬৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ঘানার জার্সিতে মুলপর্বে খেলেন আতসু। ২০১৫ আফ্রিকান কাপ অফ নেশনসে টুর্নামেন্টের সেরা ফুটবলার হন।