Sachin Tendulkar with 2011 WC Winning Team (Photo Credit: Jay Shah/ X)

International Masters League Cricket India Squad and Schedule: আন্তর্জাতিক মাস্টার্স লিগের (আইএমএল ২০২৫) টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেটের কিংবদন্তিরা ফিরতে প্রস্তুত। বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত এই টুর্নামেন্টে অংশ নেবেন ক্রিকেট ইতিহাসের কিছু বড় নাম। ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা এই ছয়টি অংশগ্রহণকারী দলকে নিয়ে আইএমএল ২০২৫ আয়োজন করা হয়েছে। ভক্তরা ইতিহাসের সেরা খেলোয়াড়দের কাছ থেকে দেখার সুযোগ পাবেন। ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন এবং জ্যাক ক্যালিসের মতো কিংবদন্তি খেলোয়াড়রাও এই লিগে অংশ নিচ্ছেন। ইন্ডিয়া মাস্টার্স স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন স্বয়ং সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তার পাশাপাশি যুবরাজ সিং (Yuvraj Singh), সুরেশ রায়না (Suresh Raina), আম্বাতি রায়ডুর (Ambati Rayudu) মতো কিংবদন্তি ক্রিকেটাররা। এছাড়া থাকছেন পাঠান ভাইরা, ইউসুফ ও ইরফান দুজনকেই দেখা যাবে এই লিগে। Sachin Tendulkar: প্রেম দিবসে স্ত্রী অঞ্জলিকে নিয়ে প্রেমের বার্তা সচিনের

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ ক্রিকেটে ভারতের স্কোয়াড

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ ক্রিকেটের ভারতের সূচি

২২ ফেব্রুয়ারী- ভারত বনাম শ্রীলঙ্কা, মুম্বই

২৭ ফেব্রুয়ারী- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, লখনউ

১ মার্চ- ভারত বনাম অস্ট্রেলিয়া, লখনউ

৫ মার্চ- ভারত বনাম ইংল্যান্ড, রায়পুর

৮ মার্চ- ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, রায়পুর

১৩ মার্চ- সেমি ফাইনাল ১, রায়পুর

১৪ মার্চ- সেমি ফাইনাল ২, রায়পুর

১৬ মার্চ- ফাইনাল, রায়পুর

সরাসরি সম্প্রচার- এই সব ম্যাচ টিভিতে দেখা যাবে স্পোর্টস১৮ নেটওয়ার্কে, এছাড়া অনলাইনে দেখা যাবে জিওহটস্টারে।