Aston Villa (Photo Credit: Aston Villa/ Twitter)

রবিবার টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে (Tottenham Hotspur Stadium) অ্যাস্টন ভিলার (Aston Villa) বিরুদ্ধে মাঠে নামবে টটেনহ্যাম (Tottenham)। এই মুহূর্তে ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে টটেনহ্যাম, দ্বাদশ স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা। এখনও পর্যন্ত ১৬টি ম্যাচের মধ্যে ৯টিতে জয় পেয়েছে স্বাগতিকরা। আর অ্যাস্টন ভিলা জিতেছে মাত্র ৫টিতে। লিভারপুলের (Liverpool) বিপক্ষে ৩-১ গোলে হারের পর এই ম্যাচে মাঠে নামবে অ্যাস্টন ভিলা। অন্যদিকে, টটেনহ্যাম ২-২ গোলে ড্র করেছে ব্রেন্টফোর্ড এফসিকে (Brentford FC)।

ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম বনাম অ্যাস্টন ভিলার ম্যাচটি অনুষ্ঠিত হবে ।

কবে, কোথায় আয়োজিত হবে টটেনহ্যাম বনাম অ্যাস্টন ভিলা?

১লা জানুয়ারি, রবিবার টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে (Tottenham Hotspur Stadium)  অ্যাস্টন ভিলার (Aston Villa) মুখোমুখি হবে টটেনহ্যাম (Tottenham)।

কখন থেকে শুরু হবে টটেনহ্যাম বনাম অ্যাস্টন ভিলা?

প্রিমিয়ার লিগে টটেনহ্যাম বনাম অ্যাস্টন ভিলার ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৭ঃ৩০টায় (১লা জানুয়ারি) ।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে।