Sunil Chhetri and his wife Sonam Bhattacharya (Photo Credit: @MonikaKailash72/ X)

ভারতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী ও তাঁর স্ত্রী সোনম ভট্টাচার্যের ঘরে এসেছে পুত্রসন্তান। এই আনন্দঘন মুহূর্তের ঘোষণা ছেত্রী কয়েক মাস আগে করেছিলেন, তাঁর স্ত্রীর জন্য নিবেদিত একটি উদযাপনের সময়। ইন্টারকন্টিনেন্টাল কাপের ম্যাচ চলাকালীন শেষ মুহূর্তে লেবাননের বিরুদ্ধে লিড নিয়ে দেশের হয়ে ৮৬তম গোল করেন অধিনায়ক। গোল করার পর, খেলোয়াড়টি তার শার্টের নিচে বলটি গুঁজে দেন এবং স্ট্যান্ডের দিকে এগিয়ে যান যেখানে তার স্ত্রীর সঙ্গে সন্তান হওয়ার আনন্দ উদযাপন করেন। এর আগে থাইল্যান্ডে আসন্ন কিংস কাপের জন্য ২৩ সদস্যের দলে ছেত্রীর না থাকা নিশ্চিত হয়ে গিয়েছিল কোচ ইগর স্টিমাচের সন্তানের জন্মের প্রত্যাশায় তিনি যোগ দেবেন না। টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও ১৯ সেপ্টেম্বর এশিয়ান গেমসের জন্য ফিরতে পারেন বলে ব্যাপক প্রত্যাশা রয়েছে। MS Dhoni as Free Fire Ambassador: 'ফ্রি ফায়ার ইন্ডিয়া'র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মহেন্দ্র সিং ধোনি, দেখুন প্রোমো