SC East Bengal players during training (Photo credit: Twitter)

শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ৫২ তম ম্যাচে মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল এবং মুম্বই সিটি এফসি (SC East Bengal vs Mumbai City FC)। কলকাতার দলটি এই মরসুমে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি। ইতিমধ্যেই নয়টি ম্যাচ খেলে ফেলেছে লাল-হলুদ ব্রিগেড। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলার আগেই প্রধান কোচ হোসে ম্যানুয়েল ডিয়াজকে বাড়ির রাস্তা দেখিয়ে দেয় কর্তারা। রেনেডি সিং অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে কাজ চালাচ্ছিলেন। পরে বাকি মরসুমের জন্য দলের কোচ নিযুক্ত হয়েছেন মারিও রিভেরা। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে এগিয়ে গিয়েও আত্মঘাতী গোলে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ইস্টবেঙ্গলকে।

অন্যদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-কে লিগ টেবিলের শীর্ষস্থান থেকে সরিয়ে দিয়েছে হায়দরাবাদ এফসি। ডেস বাকিংহামের দল শেষ তিনটি ম্যাচে জয় পায়নি। তাই আজকের ম্যাচে জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষে আবারও উঠতে চাইবে মুম্বই।

আরও পড়ুন: New T20I Slow Over-Rate Penalty: স্লো ওভার রেটের জন্য ম্যাচের মধ্যেই পেনাল্টি, ইনিংসের মাঝে বিরতি; টি-টোয়েন্টি ক্রিকেটে চালু হচ্ছে নতুন নিয়ম

এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি ম্যাচটি কখন আছে?

এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ ৭ জানুয়ারি, শুক্রবার খেলা হবে।

এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ কোথায় হবে?

এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে খেলা হবে।

এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ কখন শুরু হবে?

এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি ম্যাচটি শুরু হবে সন্ধে সাড়ে ৭টায়।

এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি ম্যাচটি Star Sports নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star Sports First, Star Sports 1 Hindi, Star Sports 1 Hindi HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Kannada, Star Sports 1 Telugu, Star Sports 1 Marathi, and Star Sports 1 Bangla ও জলসা মুভিজ চ্যানেলে দেখা যাবে।

এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ লাইভ স্ট্রিমিং কী ভাবে দেখবেন?

এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar ও Jio TV-তে