প্রতিপক্ষের মাঠে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে হেরে গেল পেপ গুয়ার্দিওলার দল। জেমস মিলনার গোলে সমতা এলেও শেষ মিনিটে ব্রাইয়ান গ্রুদার গোলে জয় পেল ব্রাইটন। প্রিমিয়ার লিগে এই নিয়ে ব্রাইটনের বিপক্ষে টানা তিনটি সহ সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতে হারল সিটি। তিন ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে ম্যানচেস্টার সিটি। আগের দুই ম্যাচে জয়শূন্য ব্রাইটনকে শুরু থেকে চেপে ধরে ৩৪ মিনিটে এগিয়েও যায় সিটি। গোলটি করেন হলান্ড। প্রিমিয়ার লিগে ১০০ ম্যাচে নরওয়ে তারকার গোল হলো ৮৮টি। সিটির জার্সিতে ১৭টি অ্যাসিস্টও করেছেন সময়ের এই সেরা স্ট্রাইকার। আর প্রিমিয়ার লিগের ইতিহাসে নিজের প্রথম ১০০ ম্যাচে হলান্ডের চেয়ে বেশি গোল কেউ করতে পারেননি।
প্রথমার্ধে সিটির আক্রমণের যে ধার ছিল বিরতির পর তা কমে যায়। ৬৭ মিনিটে তারা গোল হজম করে।পেনাল্টি থেকে ব্রাইটন সমতা টানে।র গোল করেন। এরপর ব্রাইটন জয়ের গোলটি পায় ৮৯ মিনিটে। সতীর্থ মিতোমার পাস ধরে, ডি-বক্সে ঢুকে পড়ে আগুয়ান গোলরক্ষক ট্র্যাফোর্ড ও এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ফাঁকা জালে বল পাঠান ব্রাইয়ান গ্রুদা।এরপরও ঘুরে দাঁড়ানোর সময় ছিল সিটির সামনে। যোগ করা সাত মিনিটে তেমন কিছু করতে পারেনি সিটি।
Highlights: Brighton 2-1 Man City.
Erling Haaland scored. Fabian Hurzeler made a quadruple subs then James Milner & Brajan Gruda scored.
Rodri at FT: "I'm not Messi. I'm not going to come back & just make the team win."
Pep Guardiola under pressure!pic.twitter.com/IWznuEhdks
— Kyama ⚽ (@ElijahKyama_) September 1, 2025