টানা তিন ম্যাচ জিতে দারুণ ফর্মে রয়েছে এটিকে মোহনবাগান ( ATK Mohun Bagan)। বৃহস্পতিবার ওড়িশা এফসি-র (Odisha FC) বিরুদ্ধে মাঠে নামছে এটিকে মোহনবাগান। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium) মুখোমুখি হবে দুই ক্লাব। শেষ ম্যাচে জামশেদপুরকে (Jamshedpur) ১-০ গোলে হারায় মোহনবাগান, হুগো বোউমাস (Hugo Boumous) পেনাল্টি থেকে গোল করে ম্যাচের শেষ তিন পয়েন্ট নিশ্চিত করেন। শেষ ম্যাচে ওড়িশা এফসি-কে ৩-০ গোলে হারায় এফসি গোয়া (FC Goa)। ৬৫ মিনিটে লাল কার্ড পান নন্দকুমার (Nanda Kumar)। শেষ বাঁশি বাজার আগে গোয়া তিন গোল করে। আইএসএল টেবলে এই মুহূর্তে পঞ্চম স্থানে রয়েছে ওড়িশা এফসি এবং এটিকে মোহনবাগান তৃতীয় স্থানে রয়েছে।
কবে, কোথায় আয়োজিত হবে ওড়িশা এফসি বনাম এটিকে মোহনবাগান ম্যাচ?
আজ, বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে, (Kalinga Stadium),মুখোমুখি হবে ওড়িশা এফসি-এটিকে মোহনবাগান ।
কখন থেকে শুরু হবে ওড়িশা এফসি বনাম এটিকে মোহনবাগান ম্যাচ?
ইন্ডিয়ান সুপার লিগে ওড়িশা এফসি বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।
The new #HeroISL gameweek is set to kick off with a cracking ⚔️ and we can't wait for the action to unfold! 🤩
Predict the FT score of #OFCATKMB 👇.#LetsFootball | @OdishaFC @atkmohunbaganfc #OdishaFC #ATKMohunBagan pic.twitter.com/mHsPk5Q1nd— Star Sports Football (@StarFootball) December 15, 2022