Napoli Stadium: প্রয়াত ফুটবল সম্রাট মারাদোনাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে নাম বদল হল নাপোলি স্টেডিয়ামের
মারাদোনা (Photo Credits: Twitter)

ন্যাপেলস, ৫ ডিসেম্বর: প্রয়াত ফুটবল সম্রাট দিয়েগো আর্মান্দো মারাদোনার (Maradona) নামে ইতালির বিখ্যাত ফুটবল ক্লাব নাপোলি স্টেডিয়ামের নামাঙ্কিত করা হল। শুক্রবার থেকে স্তাদিও সান পাওলো স্টেডিয়ামের নাম বদলে আত্মপ্রকাশ করল স্তাদিও দিয়েগো আর্মান্দো মারাদোনা নামে। আগামী ১০ ডিসেম্বর কৌলিবালি, ড্রায়েস মার্টেন্সরা স্তাদিও নয়া নামাঙ্কিত দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে নিজেদের প্রথম হোম ম্যাচটি খেলবেন।

নাপোলি ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে,‘দিয়েগো মারাদোনার নামে স্তাদিও সান পাওলো নামকরণের যে সিদ্ধান্ত ন্যাপেলস সিটি কাউন্সিল গ্রহণ করেছে তাতে তারা উচ্ছ্বসিত'। দিয়েগো মারাদোনার মৃত্যুর ঠিক পরেই নাপোলি স্টেডিয়ামের নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ন্যাপেলস শহরের মানুষ এই সিদ্ধান্তকে সমর্থন জানান। আরও পড়ুন, আজ কেন্দ্র-কৃষকদের পঞ্চম দফার বৈঠক, ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক

ন্যাপেলসের মেয়র লুইগি দি ম্যাজিস্ট্রিস জানিয়েছিলেন,‘নাপোলির আরেক নাম মারাদোনা। ফুটবলের প্রতি মারাদোনার প্যাশন সম্পর্কে এই শহরের সকল মানুষ অবগত। মারাদোনা পৃথিবীসুদ্ধ সকল নেপোলিয়ানদের ঐক্যবদ্ধ করেছিলেন। যা কখনও শেষ হওয়ার নয়।’

গত সপ্তাহে ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন আর্জেন্তিনার তথা নাপোলি ফুটবল ক্লাবের ফুটবল সম্রাট দিয়েগো মারাদোনা।তাঁর মৃত্যুর পরেই স্তাদিও সান পাওলো স্টেডিয়ামের নাম বদলে দিয়েগো মারাদোনার নামে নামাঙ্কিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল ন্যাপেলস সিটি কাউন্সিল।