আগামী ২৪ ডিসেম্বর চেন্নাইয়িন এফসি-র (Chennaiyin FC) মুখোমুখি হবে মুম্বই সিটি (Mumbai City)। গত সপ্তাহে ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে ৩-০ গোলের জয়ে এই ম্যাচে নামছে মুম্বই সিটি। টানা পঞ্চম জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে দেস বাকিংহামের দল। মরসুমের প্রথমার্ধে তারা অপরাজিত ছিল এবং ১০টি ফিক্সচারে ৩০টি গোল করে। তা ছাড়া, মুম্বইয়ের দলকে নিজেদের মাঠে হারানো খুব কঠিন হবে। এদিকে, শেষ ম্যাচে কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) সঙ্গে ড্র করেও চেন্নাইয়িন জিততে মরিয়া। তাদের জয়ের সম্ভাবনা নির্ভর করছে পিটার স্লিসকোভিচ (Petar Sliskovic), প্রশান্ত কারুথাদাথুকুনি (Prasanth Karuthadathkuni) ও ভিন্সি ব্যারেটোর (Vincy Barreto) মতো প্রতিভাবান ত্রয়ীর ওপর।
কবে, কোথায় আয়োজিত হবে মুম্বই সিটি বনাম চেন্নাইয়িন এফসি?
মুম্বই ফুটবল অ্যারেনায় (Mumbai Football Arena) মুম্বই সিটির (Mumbai City) মুখোমুখি হবে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)।
কখন থেকে শুরু হবে মুম্বই সিটি বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচ?
ইন্ডিয়ান সুপার লিগে মুম্বই সিটি বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৫ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।
#DidYouKnow: @ChennaiyinFC's previous win over the #Islanders came away from ?!
Can @MumbaiCityFC keep their unbeaten start to #HeroISL 2022-23 intact in #MCFCCFC??#LetsFootball | #MumbaiCityFC | #ChennaiyinFC pic.twitter.com/5v6yIlWI4v
— Star Sports Football (@StarFootball) December 24, 2022