ISL 2020-21 Final: এটিকে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসি
মুম্বই সিটি এফসি

এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন (ISL 2020-21 Final) মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। এই প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হল মুম্বাই। একই সঙ্গে চলতি প্রতিযোগিতায় হাবাসের দলের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করলেন সার্জিও লোবেরা। আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণ শুরু করে মোহনবাগান। ১৮ মিনিটে রয় কৃষ্ণর পাশ থেকে গোল করে দলকে প্রথম সাফল্য এনে দেন ডেভিড উইলিয়ামস। যদিও ২৯ মিনিটে তিরি-র আত্মঘাতী গোলে সমতা ফেরায় মুম্বাই। আমেদ জাহুর শট বাইরে পাঠাতে গিয়ে আত্মঘাতী গোল করেন তিরি।

৪৬ মিনিটে শুভাশিস বসুর সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর চোট পান অমেয় রানাওয়াডে।তাঁকে  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। অমেয় রানাওয়াডের পরিবর্তে মাঠে আসেন মহম্মদ রকিপ।

এরপর ৮৯ মিনিটে অরিন্দম ও সন্দেশের ভুলে ম্যাচের শেষ মুহূর্তে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন বিপিন সিং। আর তাতেই শেষ হয়ে যায় মোহনবাগানের শিরোজা জেতার স্বপ্ন। ৪ মিনিটের স্টপেজ টাইমে আর মুম্বাইকে গোল দিতে পারেনি হাবাসের ছেলেরা।