Mohun Bagan Super Giant: এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC) শনিবার ঘোষণা করেছে যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ (AFC Champions League 2) থেকে নাম প্রত্যাহারের জন্য মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant) জরিমানা করা হবে না। গত মাসে খেলোয়াড়দের 'সুরক্ষা ও নিরাপত্তা'র কথা মাথায় রেখে মোহনবাগান এসজি ২ অক্টোবর ট্রাক্টর এফসি-র বিরুদ্ধে ইরানে অ্যাওয়ে ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। মোহনবাগান তাঁদের অফিসিয়াল ক্লাবের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে যে এএফসি প্রতিযোগিতা কমিটি এই ঘটনাকে ফোর্স ম্যাজিউর (একটি অপ্রত্যাশিত ঘটনা) ইভেন্ট হিসাবে দেখছে। তবে, ইন্ডিয়ান সুপার লিগের এই দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ প্রতিযোগিতায় ৫.৫ এবং ৫.৬ ধারা অনুসারে চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়াবে। সেই নিয়মে বলা হয়েছে, 'যদি কোনও অংশগ্রহণকারী ক্লাব প্রতিযোগিতা থেকে সরে আসে, (প্রতিযোগিতা শুরুর আগে বা পরে) তাহলে অন্য ম্যাচের ব্যবস্থা না করে সেই দলকে বাদ দিয়েই প্রতিযোগিতা চালু থাকবে।' ISL 2024-25 Live Streaming: এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৪-২৫, সরাসরি দেখবেন যেখানে
সোশ্যাল মিডিয়ায় মোহনবাগানের বক্তব্য
Club Statement. #MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/T9tZAtsDiX
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) November 2, 2024
আবার ৫.৬ ধারায় বলা হয়েছে, 'অংশগ্রহণকারী ক্লাব প্রতিযোগিতা শুরু হওয়ার পর তা থেকে নিজেদের সরিয়ে নিলে তাদের সব ম্যাচ বাতিল হয়ে যাবে এবং বাতিল বলে গণ্য করা হবে। গ্রুপের ফাইনাল র্যাঙ্কিংয়ের সময় আগের ম্যাচের কোনো পয়েন্ট ও গোল বিবেচনায় নেওয়া হবে না।' ক্লাব যদি এই দুই শাস্তি মেনে নেয় তাহলে তাঁদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ধারা ৫.৭ অনুসারে শাস্তি দেওয়া হবে না। এই নিয়মে বলা হয়েছে, 'যদি কোনও অংশ নেওয়া ক্লাব ৫.১ নিয়মটি মেনে চলতে ব্যর্থ হয় এবং যে কোনও পর্যায়ে প্রতিযোগিতা থেকে সরে আসে তাহলে মামলাটি এএফসি ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটির কাছে পাঠানো হবে।'