আইএসএলের সেরা দুই দল মুম্বই সিটি এফসি (Mumbai City FC) এবং মোহনবাগান এসজি (Mohun Bagan SG)-র মধ্যে বুধবারের ম্যাচে ২-১ গোলে জয় পায় মুম্বই। নাটকীয় এই ম্যাচে সাতটি লাল কার্ড ও ১১টি হলুদ কার্ড দেখানো হয়। জেসন কামিংস (Jason Cummings) মেরিনার্সের হয়ে গোল দিয়ে এগিয়ে দিলেও , মুম্বইয়ের গ্রেগ স্টুয়ার্ট (Greg Stewart) এবং বিপিন সিংয়ের (Bipin Singh) গোলের সৌজন্যে খেলায় স্মরণীয় প্রত্যাবর্তন ঘটে। এই ম্যাচের ১৩ মিনিটে মুম্বই সিটির আকাশ মিশ্রকে লাল কার্ড দেখান রেফারি। ১০ জনে নামিয়ে আনায় ২৩ বছর বয়সী ডিফেন্ডার ভালপুইয়াকে লালিয়ানজুয়ালা ছাংতের জায়গায় আনতে বাধ্য হন। মোহনবাগান দ্রুত সুযোগ কাজে লাগিয়ে ২৫ মিনিটে এগিয়ে যায়। কিন্তু মুম্বই খেলা ধরে রাখার চেষ্টায় লেগে থাকে এবং গ্রেগ স্টুয়ার্ট সর্বোচ্চ লাফ দিয়ে অপ্রত্যাশিত হেডে গোল করে সমতায় ফেরান। Arjuna Awards 2023: অর্জুন পুরস্কার পাচ্ছেন মহম্মদ শামি-সহ আরও ২৫ জন ক্রীড়া তারকা, দেখুন তালিকা
দ্বিতীয়ার্ধেও অব্যাহত থাকে লাল কার্ড দেখানো এবং প্রথম শিকার হন আশিস রাই। এরপর লিস্টন কোলাকোও লাল কার্ড পেয়ে মোহনবাগান ৯ জনে নেমে যায়। ৭৩ মিনিটে বিপিনের গোলে মুম্বই যখন তিন পয়েন্টের দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছিল, তখন রেফারির লাল কার্ডে খেলা আরও একটি মোড় নেয়। এ বার পেনাল্টি থেকে ডাইভ দেওয়ার অভিযোগে রেফারি রাহুল গুপ্তার কাছ থেকে দ্বিতীয় হলুদ কার্ড পান স্টুয়ার্ট। খেলা শেষে বাঁশি বাজানোর পর রেফারি আরও লাল কার্ড দেখান, যার ফলে খেলায় লাল কার্ডদের মোট সংখ্যা দাঁড়ায় সাতে। এদিকে, বিক্রম প্রতাপ সিং তাঁর দ্বিতীয় হলুদ কার্ড পান, যার ফলে তিনি বাদ হয়ে যান, অন্যদিকে রাহুল ভেকে এবং মোহনবাগান এসজি ডিফেন্ডার হেক্টর ইউস্তে উভয়কেই উত্তপ্ত তর্কে জড়িত থাকার জন্য সরাসরি লাল কার্ড দেওয়া হয়।
দেখুন ভিডিও হাইলাইটস