মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল আজ সুপার কাপ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে গোয়ার ফতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুটি দলই দু ম্যাচে চার পয়েন্ট করে সংগ্রহ করেছে। তবে কিছুটা ধারেভারে এগিয়ে আছে ইস্টবেঙ্গল। চলতি মরশুমে তিনবার ইস্টবেঙ্গল ও মোহনবাগান একে অন্যের মুখোমুখি হয়েছে। এ বার সামনে চতুর্থ ম্যাচ।চলতি মরশুমে ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ ও কলকাতা লিগে মোহনবাগানকে হারিয়েছে। অন্যদিকে মোহনবাগান IFA শিল্ড জিতেছে লাল হলুদকে হারিয়ে। ডুরান্ডেও মোহনবাগানকে হারিয়ে ইস্টবেঙ্গল সেমি ফাইনালে প্রবেশ করেছিল।এবার সামনে সুপার কাপ। সুপার কাপের ডু-অর ডাই ম্যাচে নামছে দুই দল। ইস্টবেঙ্গল ড্র করলেই যাবে সেমি ফাইনালে আর মোহনবাগানকে জিততেই হবে। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে ম্যাচটা হওয়ায় এখানে চেনা ছবি দেখা যাবে না। স্টেডিয়ামে দর্শকদের ভিড় থাকবে না। কারণ সব সমর্থক যেতে পারেননি গোয়ায়। ফলে অধিকাংশের ভরসা অনলাইন বা টিভি।
আজ মহারণ গোয়ার মাটিতে! 💚♥#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #AIFFSuperCup #MBSGEBFC pic.twitter.com/W7ZfMFSan0— Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 31, 2025
সুপার কাপ ২০২৫-২৬ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, সুপার কাপ ২০২৫-২৬ ম্যাচ?
কোথায় হবে AIFF সুপার কাপে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ?
আজ (৩১ অক্টোবর) গোয়ায় ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার কাপ ২০২৫-২৬ আয়োজিত হবে।
কখন শুরু হবে সুপার কাপের ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ?
ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে বাংলার দুই যুযুধান ইস্টবেঙ্গল-মোহনবাগান দলের ডার্বি।
কোথায় দেখানো হবে AIFF সুপার কাপে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ?
AIFF সুপার কাপ এ বার দুটো স্টেডিয়ামে আয়োজিত হয়েছে। আর সম্প্রচারও হয়েছে দুটো আলাদা আলাদা প্ল্যাটফর্মে। মোহনবাগানের ম্যাচ যেমন দেখানো হয়েছে হটস্টারে, তেমনই ইস্টবেঙ্গলের ম্যাচ দেখানো হয়েছে ইউটিউবে। তবে জানা গেছে অনলাইনে জিওহটস্টার অ্যাপ ও ওয়েসবাইটে দেখানো হবে ম্যাচ। টিভিতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।