Mohun Bagan SG vs Ahal FC (Photo Credit: MBSG/ X)

Mohun Bagan SG vs Ahal FC, AFC Champions League 2: মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) তাদের এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু ২০২৫-২৬ (AFC Champions League Two 2025-26) অভিযান ভালোভাবে শুরু করতে পারেনি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সল্টলেক স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের আহল এফসির (Ahal FC) কাছে ১-০ ব্যবধানে হেরেছে তারা। এনওয়ার অ্যানায়েভের (Enwer Annayev) ৮৩ মিনিটের গোল অতিথিদের জন্য জয় নিশ্চিত করে। এর ফলে ভারতীয় এই ফুটবল ক্লাবকে গ্রুপ 'সি'-তে তাদের প্রথম ম্যাচে খালি হাতে ফিরতে হচ্ছে। আহল শুরু থেকেই তাদের উদ্দেশ্য পরিষ্কার করে দেয়। সুলেমান মিরজোয়েভ (Suleyman Mirzoyev) খেলার দ্বিতীয় মিনিটেই ফাঁক খুঁজে পান, কিন্তু গোলের লক্ষ্যে সঠিক না হওয়ায় শট মারতে ব্যর্থ হন। এছাড়া মাগতুনবার্দি বেরেনভ (Magtymberdi Berenov) ও মিরজোয়েভ (Mirzoyev) শুরু থেকেই মোহনবাগানের ডিফেন্সকে চাপ দিতে থাকে। Athletic Bilbao vs Arsenal, UCL 2025-26: গ্যাব্রিয়েল মার্টিনেলি, লিয়ান্দ্রো ট্রসার্ডের গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারাল আর্সেনাল

মোহনবাগান এসজি বনাম আহল এফসি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২

মেরিনার্সরা ১৩তম মিনিট আসল চাপে পড়ে, যখন লিস্টন কলাকো (Liston Colaco) এবং সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad) চেষ্টা করলেও তাদের শট খুব দ্রুত ব্লক করা হয়। জেসন কামিংস (Jason Cummings) তাদের সেরা প্রথমার্ধের সুযোগ নষ্ট করেন। সামাদের থেকে বল নিলেও বক্সের ভিতর থেকে শট মিস করেন তিনি। মোহন বগানের গোলরক্ষক বিশাল কাইথ (Vishal Kaith)-ও প্রথম হাফের পর যেন বেশী ব্যস্ত হয়ে পড়েন। তিনি বেনেরভকে (Berenov) দুবার আটকেছেন এবং ৬৯তম মিনিটে মিরজোয়েভ (Mirzoyev) যখন বেনেরভকে পাস দেন তখন একটি বড় সেভ করেন। কাইথ চেষ্টা চালিয়ে ৮০তম মিনিটে মিরজোয়েভ এর হেড ঠেকাতে অসামান্য কিপিং করলেও, ৮৩ মিনিটে আহল গোল নিশ্চিত করে।