Lamine Yamal & Spanish Football Team (Photo Credit: B/R Football/ X)

চলতি ইউরো ২০২৪ (Euro 2024)-এ ইতিহাস গড়েছেন স্পেনের লামিন ইয়ামাল (Lamine Yamal), মাত্র ১৬ বছর বয়সে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার রেকর্ড গড়েছেন। ইউরোতে ইয়ামাল তার দক্ষতা দেখিয়ে এই টুর্নামেন্টে তার নামের পাশে সেমিফাইনালে জার্মানির বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল সহ দুটি অ্যাসিস্ট করে সবচেয়ে কম বয়সে এই চ্যাম্পিয়নশিপে গোল করা খেলোয়াড় হয়েছেন। মাত্র ১৬ বছর বয়সেই ইয়ামাল স্পেন ও তার ক্লাব বার্সেলোনার গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন। ইয়ামালের ফর্মের কারণে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে তাকে ইউরোর জন্য স্পেনের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন। তবে জর্জিয়ার বিপক্ষে স্পেনের রাউন্ড অফ ১৬-র ম্যাচ পর্যন্ত টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই তাঁকে পুরোপুরি কাজে লাগাতে পারেননি দে লা ফুয়েন্তে। Lamine Yamal Goal Video: ইউরোতে সবচেয়ে কম বয়সী লামিন ইয়ামালের গোলে ফাইনালে স্পেন, দেখুন ভিডিও

গ্রুপ পর্বে স্পেনের ক্রোয়েশিয়া, ইতালি ও আলবেনিয়ার বিপক্ষে যথাক্রমে ৮৬ মিনিট, ৭১ ও ১৯ মিনিটে মাঠ ছাড়েন ইয়ামাল। ইয়ামাল খেলতে না পারার কারণ কোনো কৌশলগত পরিবর্তন নয়, বরং জার্মানির শ্রম আইনের (German Labour Law) কারণে তাঁকে স্পেন সরাতে বাধ্য হয়। জার্মানির শ্রম আইন অনুযায়ী, ইউরো ২০২৪ এর আয়োজক দেশটিতে ১৮ বছরের কম বয়সী তরুণরা কোনো দিনই রাত ৮টার পর কাজ করতে পারবেন না। অ্যাথলিটদের জন্য রাত ১১টা পর্যন্ত 'কাজ করার' অনুমতি রয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুসারে, ইয়ামাল যদি রাত ১১টার পর খেলেন, তাহলে স্প্যানিশ ফুটবলকে ৩০ হাজার ইউরো জরিমানা করা হবে।

২০২৪ ইউরোর ফাইনালে স্পেন এখন ইংল্যান্ডের বিপক্ষে খেলবে সেখানে উঠতি তারকা ইয়ামালের পুরো ম্যাচ খেলা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে কারণ সাউথগেটের দলে থাকা জুড বেলিংহাম এবং হ্যারি কেন আলগা সুযোগ ছাড়তে চাইবে না। এখন লুইস দে লা ফুয়েন্তে কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।