মঙ্গলবার ইউরো ২০২৪ (EURO 2024)-এর সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ইউরোর ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ১৯৬৪, ২০০৮, ২০১২ তিনবার ইউরো জিতেছে স্পেন। এবার ইউরোর প্রথম দল হিসেবে টানা ছয় ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে স্পেন। ২১ মিনিটে ফ্রান্সের বিপক্ষে স্পেনের হয়ে সমতাসূচক গোল করে ১৬ বছর বয়সে সর্বকনিষ্ঠ গোলদাতা হন লামিন ইয়ামাল (Lamine Yamal)। মাত্র ১৬ বছর ৩৬২ দিন বয়সে সেই রেকর্ড ভেঙেছেন ইয়ামাল। এর আগের রেকর্ডটি ছিল ২০০৪ সাল থেকে সুইজারল্যান্ডের ইয়োহান ভনলাথেনের, যিনিও ফ্রান্সের বিপক্ষে গোল করার সময় ১৮ বছর ১৪১ দিন বয়সে ছিলেন। এর মাত্র চার মিনিট পরেই স্পেনের দ্বিতীয় গোলটি করেন দানি ওলমো, তিন গোল করে ইউরো ২০২৪ এর যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন ওলমো। England vs Switzerland, Euro Quarterfinals 2024: পেনাল্টি শুটআউটে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
দেখুন লামিন ইয়ামালের গোলের ভিডিও
🇪🇸 Magnificent Yamal! @Vivo_GLOBAL | #EUROPOTM pic.twitter.com/nFlMcvG3w7
— UEFA EURO 2024 (@EURO2024) July 9, 2024
এদিকে, অষ্টম মিনিটে কিলিয়ান এমবাপের দলের কোলো মুয়ানির ক্রস থেকে বল জালে জড়িয়ে ইউরো ২০২৪-এ ফ্রান্সের প্রথম ওপেন প্লে গোলটি করে ভালো শুরু করলেও পরপর দুটি গোল খেয়ে আর খেলায় ফিরতে পারেননি ফ্রান্স। স্পেনের বিশ্বস্ত সেন্টার-ব্যাক রবিন লে নরম্যান্ড ও অভিজ্ঞ রাইট ব্যাক দানি কারভাহাল দলে ছিলেন না। জামাল মুসিয়ালাকে ট্যাকল করার জন্য কারভাহালকে লাল কার্ড দেওয়া হয়েছিল এবং জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে লে নরম্যান্ড দ্বিতীয় হলুদ কার্ড পেয়েছিলেন এবং তাই সেমিফাইনালের জন্য নিষিদ্ধ হন।