শনিবার জামশেদপুর এফসি (Jamshedpur FC) এবং চেন্নাইয়ান এফসি (Chennaiyin FC) দু'দলেরই লক্ষ্য জয়ে ফিরতে। জামশেদপুর এফসি বনাম চেন্নাইয়ান এফসি ম্যাচ জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে (JRD Tata Sports Complex)। ২০২২-২৩ মরসুম এখনও পর্যন্ত জামশেদপুরের জন্য হতাশাজনক বলে প্রমাণিত হয়েছে। এবারের ইন্ডিয়ান সুপার লিগে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে এইডি বুথ্রোয়েডের দল (Aidy Boothroyd)। ১২ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট তালিকার ১০ নম্বরে রয়েছে জামশেদপুর এফসি। গত ম্যাচে জামশেদপুর এফসি-কে ৩-১ গোলে হারতে হয়েছিল কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) কাছে। মুম্বই সিটি এফসি-র (Mumbai City) বিরুদ্ধে ২-১ গোলে হারের পর চেন্নাইয়িন এফসিকে মাঠে নামতে হবে। টমাস ব্রাদারিকের (Thomas Brdaric) দল ১১ ম্যাচে ৪ জয় পেয়েছে। ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে চেন্নাইয়ান এফসি (Chennaiyin FC)।
কবে, কোথায় আয়োজিত হবে চেন্নাইয়িন এফসি বনাম জামশেদপুর এফসি?
জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে (JRD Tata Sports Complex) জামশেদপুর এফসি (Jamshedpur FC) বনাম চেন্নাইয়ান এফসি (Chennaiyin FC) ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে চেন্নাইয়িন এফসি বনাম জামশেদপুর এফসি?
ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাইয়িন এফসি বনাম জামশেদপুর এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৫ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।
Can @JamshedpurFC break their 9-match long losing streak, against @ChennaiyinFC ?
Tune in, tonight 5:30 PM, on?the Star Sports network and Disney+Hotstar. pic.twitter.com/Xdqu51RBmA
— Star Sports Football (@StarFootball) January 7, 2023